এইদিন ওয়েবডেস্ক,পটুয়াখালী,০১ সেপ্টেম্বর : ধর্মান্তরিত হয়ে মুসলিম মেয়েকে নিকাহ করার ৩ মাসের মাথায় বাংলাদেশের পটুয়াখালীর এক যুবককে করুণ পরিনতির মুখে পড়তে হল ৷ বিয়ের ৩ মাসের মাথায় স্ত্রী ছেড়ে পালাতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল ওই যুবক৷ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কাছিপাড়া গ্রামের ঘটনা৷ মৃত যুবকের পূর্ব নাম ছিল জয়ন্ত দাস জয় (২৬) । এক মুসলিম যুবতীর প্রেমের ফাঁদে পড়ে ধর্মান্তরিত হয়েছিলেন তিনি ।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাছিপাড়ার ডাকঘর এলাকার বাসিন্দা কেশব চন্দ্র দাস ও মিনতী রানী দাসের ছেলে জয়ন্ত দাস । তার সঙ্গে স্থানীয় এক মুসলিম তরুনীর দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল । পারিবারিক ও সামাজিক আপত্তি সত্ত্বেও চলতি বছরের ৮ মে তিনি ঢাকার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে হলফনামা দিয়ে ধর্ম পরিবর্তন করে ওই মেয়েকে নিকাহ করেন । পরিবার ও আত্মীয়স্বজনেরা বিভিন্নভাবে তাকে বোঝানোর চেষ্টা করলেও জয়ন্ত কোনোভাবে রাজি হননি। কিন্তু বিয়ের তিন মাস না পেরোতেই কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয় তাকে । তার স্ত্রী জয়ন্তকে পরিত্যাগ করে অন্য মুসলিম যুবকের সঙ্গে নিকাহ করে । সেই শোকে গতকাল (৩১ আগস্ট) রাতে নিজ ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন জয়ন্ত দাস । খবর পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যদিও এনিয়ে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি ।।