এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),৩১ আগস্ট : ভোট পরবর্তী হিংসার তদন্তে মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার সেরুয়া গ্রামে এলো সিবিআইয়ের তদন্তকারী দল । বিধানসভা নির্বাচনে ফল ঘোষণার দিন সেরুয়া গ্রামে বিজেপির এক মহিলা নেত্রীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছিল রাজ্যের শাসকদলের বিরুদ্ধে । এনিয়ে ওই নেত্রী জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়েছিলেন ৷ পরে ওই মামলার তদন্তভার নিজেদের হাতে নেয় সিবিআই । মঙ্গলবার সন্ধ্যার দিকে সিবিআইয়ের আধিকারিকরা সেরুয়া গ্রামে এসে নির্যাতিতা ও তার পরিবারের সঙ্গে কথা বলেন । নির্যাতিতা সিবিআইয়ের কাছে ওই দিনের ঘটনার কথা সবিস্তারে বর্ণনা করেন ।
জানা গিয়েছে, বিধানসভা ভোটের ফল প্রকাশের দিন সন্ধ্যায় দুষ্কৃতীদল ভাতার থানার সেরুয়া গ্রাম নিবাসী বিজেপির ওই মহিলা নেত্রীর বাড়িতে হামলা চালায় । দুষ্কৃতকারীরা তাঁর বাড়িতে ব্যাপক ভাঙচুর করে বলে অভিযোগ । আক্রান্ত বধূ তাঁর উপরে নির্যাতিতা অভিযোগ জানাতে ভাতার থানায় যান । কিন্তু থানা অভিযোগ না নেওয়ায় নির্যাতিতা বধূর পরিবার বিষয়টি জাতীয় মানবাধিকার কমিশনে জানায় । অভিযোগে বেশ কয়েকজনের জড়িত থাকার কথা তাঁরা উল্লেখ করেন বলে খবর ।
গৃহবধূর পরিবারের সেই অভিযোগের গুরুত্ব বিচার করে জাতীয় মানবাধিকার কমিশন ব্যবস্থা নেওয়ার জন্য জেলার পুলিশ সুপারকে নির্দেশ দেয় । সেই মোতাবেক থানা মারধর, ভাঙচুর,ভীতি প্রদর্শনের ধারায় মামলা রুজুও করে পুলিশ । কিন্তু মামলা রজু হলেও পুলিশ দোষীদের গ্রেফতারের কোনও আগ্রহই দেখায়নি বলে অভিযোগ ।
ওই মামলায় নির্যাতিতা ও তাঁর পরিবারের সঙ্গে কথা বলতে এদিন সেরুয়া গ্রামে আসে সিবিআইয়ের তদন্তকারী দল । নির্যাতিতার ও তাঁর পরিবারের আশা, এবার হয়তো দোষী ব্যক্তিরা শাস্তি পাবে ।।