এইদিন ওয়েবডেস্ক,ব্যাঙ্গালুরু,৩১ আগস্ট : বেপরোয়া গতির বলি হলেন তামিলনাড়ুর হোসুরের বিধায়ক ওয়াই প্রকাশের স্ত্রী,ছেলে,পুত্রবধূসহ সাতজন । মঙ্গলবার ভোর ৫.৩০ নাগাদ পথ দূর্ঘটনাটি ঘটেছে কর্নাটকের ব্যাঙ্গালুরুর কোরামঙ্গলা এলাকায় (Koramangala area) । পুলিশ সুত্রে খবর, একটি বিলাসবহুল অডি কিউ ৩ গাড়িতে চড়ে যাচ্ছিলেন ৭ জন । কোরামঙ্গলা এলাকায় আসতেই বেপরোয়া গতির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয় । তারপর গাড়িটি গিয়ে পাশে পাঞ্জাব ন্যাশান্যাল ব্যাঙ্কের ভবনের দেওয়ালে সজোরে ধাক্কা মারে । সংঘর্ষ এতটা জোরে হয় যে গাড়ির সামনের অংশ কার্যত তালগোল পাকিয়ে যায় ।
দূর্ঘটনায় ৭ জনেরই মৃত্যু হয় । মৃতদের মধ্যে রয়েছেন বিধায়ক ওয়াই প্রকাশের ছেলে করুনা সাগর(২৮), স্ত্রী ডঃ বিন্দু,পুত্রবধু ঈশিতা(২১) । এছাড়া ডঃ ধনুশা(২১),অক্ষয় গোয়েল, উৎসব ও রোহিত(২৩) নামে তিন যুবকেরও মৃত্যু হয় এই দূর্ঘটনায় । নিহতদের মধ্যে উৎসব ও অক্ষয়ের বাড়ি যথাক্রমে হরিয়ানা ও কেরালায় । রোহিত হুব্বালি(Hubballi) এলাকার বাসিন্দা ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে,দূর্ঘটনার সময় গাড়ির সামনের সিটে বসেছিলেন ৩ জন । বাকি ৪ জন ছিলেন গাড়ির পিছনের সিটে । কেউই সিট বেল্ট বাঁধেননি । গাড়িটি এতটা জোরে খুঁটি ও দেওয়ালে ধাক্কা দেয় যে বিস্ফোরণের মত শব্দ হয় । সেই শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন । খবর যায় স্থানীয় স্থানায় । তারপর পুলিশ অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে । তবে তার আগেই ৬ জনের মৃত্যু হলেও তখনও একজন জীবিত ছিলেন বলে খবর । কিন্তু তালগোল পাকিয়ে যাওয়া গাড়ি থেকে মৃতদেহ বের করতে পুলিশের প্রায় ২০ মিনিট সময় লেগে যায় । তারপর আহতকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয় । মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য সেন্ট জন্স হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।
অন্যদিকে,এদিন সকালে রাজস্থানের নাগৌরে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১১ জনের । আহত ৭ । জানা গেছে, একটি ট্রাক ও ক্রুজারের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয় । বাকি ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই তাঁদের মৃত্যু হয় । দূর্ঘটনায় ৭ জন গুরুতর আহত হন তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ।।