এইদিন ওয়েবডেস্ক,টোকিও,৩০ আগস্ট : সোমবার টোকিও প্যারালিম্পিকের ষষ্ঠ দিনটিও ভালো গেল ভারতের । একদিনে এল দু’টি স্বর্ণ পদক । সকালে শ্যুটিংয়ে সোনা জিতেছিলেন অবনী লেখারার । এরপর বিকেলে জ্যাভলিন থ্রোতে সোনা জিতলেন সুমিত আন্তিল (Sumit Antil) । তিনি পাঁচবারের চেষ্টায় তিনবার নিজের তৈরি বিশ্ব রেকর্ড ভাঙলেন এবং শেষ পর্যন্ত স্বর্ণপদক হাসিল করলেন ।
প্রথম প্রচেষ্টায় সুমিত ৬৬.৯৫ মিটারে বর্শা নিক্ষেপ করেন ও ২০১৯ সালে দুবাইয়ে ৬২.৮৮ মিটারের বিশ্ব রেকর্ড ভেঙে দেন । দ্বিতীয় প্রচেষ্টার নতুন একটি বিশ্ব রেকর্ড করেন সুমিত । তিনি দ্বিতীয় বারের চেষ্টাতে বর্ষা ছোঁড়েন ৬৮.০৮ মিটার । যদিও তৃতীয়বারের প্রচেষ্টায় ৬৫.২৭ মিটার পর্যন্তই বর্ষা ছোড়েন । চতুর্থবারের দূরত্ব ছিল ৬৬.৭১ মিটার । কিন্তু পঞ্চমবারে ফের একটি বিশ্ব রেকর্ড করেন সুমিত । পঞ্চমবারে তিনি নিজের বর্ষা ৬৮.৫৫ মিটার দুরে নিক্ষেপ করতে সক্ষম হন । এদিনের প্রতিদ্বন্দ্বীতার আগাগোড়া কোনও খেলোয়াড়ই সুমিতের ধারেকাছে ঘেঁষতে পারেনি । শেষ পর্যন্ত বিশ্বরেকর্ড গড়ে ভারতের ঝুলিতে আরও একটা সোনা এনে দেন সুমিত আন্তিল ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুমিতকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইটারে লেখেন, ‘প্যারালিম্পিকে সুমিতের রেকর্ড ব্রেকিং পারফরম্যান্সে দেশবাসী গর্বিত । সুমিত আপনার মর্যাদাপূর্ণ স্বর্ণ পদকের জন্য আপনাকে শুভেচ্ছা জানাই । ভবিষ্যতের জন্য শুভকামনা রইল ।’।
ছবি : ভিডিও থেকে স্ক্রীন শর্ট নেওয়া ।