এইদিন ওয়েবডেস্ক,কাবুল,২৯ আগস্ট : তালিবান আফগানিস্তান দখলের পর থেকে সেখানকার পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে । আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বোম বিস্ফোরণের পর রবিবার ফের এক বিস্ফোরণের ঘটনা ঘটল । এবারে বিস্ফোরণটি হয় বিমানবন্দরের পশ্চিম দিকের একটি বাড়ির কাছে । বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে এলাকার মানুষ আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন ৷ সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে,বিস্ফোরণের পর স্থানীয় বাসিন্দারা ছাদ থেকে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করছেন । তবে বিস্ফোরণে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷ এদিনের বিস্ফোরণটি রকেটের সাহায্যে ঘটানো হয়েছে বলে দাবি স্থানীয় সংবাদ মাধ্যমের ।
জানা গেছে,বিমানবন্দরের ঠিক পশ্চিম দিকেই রয়েছে খাজা বাগরা এলাকা । ওই এলাকার একটি বাড়ির ঠিক পাশেই রকেটটি পড়ে । জঙ্গিরা আসলে কাবুল বিমানবন্দরকে নিশানা করতে চেয়েছিল । কিন্তু সেটি লক্ষ্যভ্রষ্ট হয় । যদিও কোনও সংগঠনের পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার করা হয়নি ।
এর আগে গত বৃহস্পতিবার অর্থাৎ ২৬ আগস্ট কাবুল বিমানবন্দরের কাছে জোড়া বোমা হামলার ১০৩ জনের মৃত্যু হয়েছে । নিহতদের মধ্যে ১৩ জন আমেরিকার সৈনিক ও ৯০ জন আফগান নাগরিক । ওই ৯০ জনের মধ্যে ২৮ জন তালিবানও ছিল বলে স্থানীয় সংবাদ মাধ্যমের পক্ষ থেকে দাবি করা হয়েছে । ওই বিস্ফোরণে ১৩০০ জনের অধিক আহত হয়েছিলেন । বৃহস্পতিবার বোমা হামলার পর আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে আবারও বোমা হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন । আর তাঁর তার ঠিক কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর আশঙ্কা সত্যি প্রমানিত হল ।।