এইদিন ওয়েবডেস্ক,পশ্চিম বর্ধমান,২৯ আগস্ট : পরপর ৬ টি আবাসনে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়াল পশ্চিম বর্ধমানের খনি অঞ্চলে । এতদিন তালাবন্ধ ফাঁকা বাড়িতেই চুরির ঘটনা ঘটতে দেখা গিয়েছিল । কিন্তু শনিবার রাতে পশ্চিম বর্ধমানের অন্ডালের বাবুইশোল এলাকার ইসিএলের ৬টি আবাসনের আবাসিকরা মজুত থাকা অবস্থায় ঘটে যায় দুঃসাহসিক চুরির ঘটনা । তবে আনাসিকরা কেউই চুরির বিষয়ে টের পাননি বলে খবর । রবিবার সকালে ঘুম থেকে উঠে তাঁরা চুরির বিষয়ে জানতে পারেন ।
বাবুইশোল এলাকায় ইসিএলের দু’তলা বিশিষ্ট বেশ কিছু আবাসন রয়েছে । একেবারে পাশাপাশি রয়েছে আবাসনের ভবনগুলি । তার মধ্যে পাশাপাশি ৬ আবাসনে শনিবার রাতে চুরির ঘটনা ঘটে । মোবাইল ফোন,সোনার অলংকার, নগদ অর্থ মিলিয়ে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি গেছে বলে জানিয়েছেন আবাসিকরা ।
মলয় মুদি নামে এক আবাসিকের কথায়, ‘চুরির ব্যাপারে আমরা কিছুই জানতে পারিনি। আমাদের আশঙ্কা চোরেরা নিশ্চয়ই কোনও রকম ঘুমের স্প্রে বাড়িতে ছড়িয়েছিল । তার জন্য বাড়ির লোকেরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন । সেই সুযোগে দুষ্কৃতিরা লুটপাট চালায় ।’
রবিবার খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ। তবে এদিন বিকেল পর্যন্ত পুলিশ চুরির কিনারা করতে পারেনি । এদিকে এই দুঃসাহসিক
চুরির ঘটনার কথা জানাজানি হতেই অন্ডাল ছাড়াও পাণ্ডবেশ্বর , রানীগঞ্জ, জামুরিয়া প্রভৃতি পশ্চিম বর্ধমানের খনি এলাকাগুলিতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে ।।