এইদিন ওয়েবডেস্ক,মানিকচক(মালদা),২৯ আগস্ট :
প্রধান গঠনে বিজেপিকে সমর্থন করায় দলের ৫ জন সদস্যকে দল থেকে বহিস্কার করল মালদা জেলার মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস । মানিকচকের চৌকি মিরদাদপুর গ্রাম পঞ্চায়েতের ওই ৫ তৃণমূল পঞ্চায়েত সদস্য সদস্যার বিরুদ্ধে অভিযোগ দলীয় হুইপ অমান্য করে তাঁরা বিজেপিকে সমর্থন করেছেন। যদিও বহিষ্কৃতদের পালটা দাবি, অঞ্চল নেতৃত্বকে জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । এদিকে এটিকে তৃণমূলের আভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে গেছেন বিজেপি নেতৃত্ব ।
সম্প্রতি চৌকি মিরদাদপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান মাম্পি রজকের বিরুদ্ধে অনাস্থা আনেন দলেরই অন্যান্য সদস্যরা । শেষ পর্যন্ত অনাস্থায় অপসারিত হন প্রধান । এরপর প্রধান হিসাবে সুকনি সাহার নাম প্রস্তাব করে বিজেপি । হয় ভোটাভুটি । তখন বিজেপির পক্ষে ভোট দেন তৃনমূলে বেশ কয়েকজন সদস্য ।
আর এতেই ক্ষিপ্ত হন মানিকচক এর বিধায়ক তথা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সাবিত্রী মিত্র । শনিবার তিনি সাবিনা খাতুন,শেখ সাজিদ,সামিনা খাতুন,সাজদা খাতুন ও মোঃ হাসানুজ্জামান নামে পাঁচ সদস্যকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন । অভিযোগ হিসাবে উল্লেখ করেন,’দলের হুইপ না মেনে সাম্প্রদায়িক বিজেপির সঙ্গে হাত মেলানোর কারনেই ওই ৫ জনকে মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হল ।’
তৃণমূলের ব্লক সভাপতি সাবিত্রী মিত্র বলেন, ‘বিজেপির মত সাম্প্রদায়িক দলের সঙ্গে তৃণমূল কোনও দিন থাকে না । যে ৫ জন বিজেপিকে সমর্থন করেছেন তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে । অঞ্চল নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বিষয়টি রাজ্য ও জেলা নেতৃত্বকে জানানো হবে ।’
যদিও বহিস্কৃত তৃনমূল সদস্য শেখ সাজিদের দাবি, ‘অঞ্চল কমিটির সাথে আলোচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল । এনিয়ে অঞ্চল সভাপতির সঙ্গে কি
আলোচনা হয়েছিল তার ভিডিও রেকর্ডিংও আমাদের কাছে আছে ।’তবে বহিষ্কারের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা যদি অন্যায় করে থাকি তাহলে বহিষ্কার করতেই পারে । সাবিত্রী মিত্র দলনেত্রী উনি যা সিদ্ধান্ত নিবেন তা মেনে নিতে হবে ।’
এদিকে বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি জ। বিজেপির জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল বলেন, ‘ পূর্বের প্রধান মাম্পি রজককে পরিবর্তন করার জন্য আমাদের সংগঠনিক ভাবে সিদ্ধান্ত হয়েছিল । পঞ্চায়েতের সমস্ত সদস্যদেরও একই ইচ্ছা ছিল । শেষ পর্যন্ত আমাদের দলীয় সুপারিশে প্রধান পরিবর্তন হয়েছেন এটা ভালো কথা ।’ পাশাপাশি তিনি বলেন, ‘তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা কাকে ভোট দেবেন না দেবেন বা দলীয়গত ভাবে ওদের কি সিদ্ধান্ত ছিল ওই বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না । ওটা ওদের আভ্যন্তরীণ বিষয় ।’।