এইদিন ওয়েবডেস্ক,লিডস,২৮ আগস্ট : লর্ডসের ধারাবাহিকতা লিডসে রাখতে পারলো না টিম ইন্ডিয়া । লিডসের হেডিংলেতে (Headingley) দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৭৬ রানে ভারতে হারিয়ে সিরিজে সমতা ফেরাল জো রুটের ইংল্যান্ড । এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি । কিন্তু প্রথম ইনিংসে অ্যান্ডারসনের বিধ্বংসী বোলিংয়ের সামনে মাত্র ৭৮ রানে প্যাভেলিয়নে ফেরত চলে যায় ভারতীয় ব্যাটিং লাইন আপ । জবাবি ব্যাটিং-এ প্রথম ইনিংসে ৪৩২ রান করে ইংল্যান্ড । ফলে তারা ৩৫৪ রানে এগিয়ে থাকে । এরপর দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের অলি রবিনসনের আগুনে বোলিংয়ের জোরে ৬৩ রানে বাকি ৭ উইকেট হারিয়ে ২৭৮ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। রবিনসন ৬৫ রানে ৫ উইকেট নেন । এই জয়ের ফলে ৫ ম্যাচের সিরিজে সমতা ফেরাল জো রুটের ইংল্যান্ড। সিরিজ আপাতত ১-১ ।
ম্যাচের পর বিরাট কোহলি বলেন, ‘রানের চাপ ছিল । প্রথম ইনিংসে দল যখন ৭৮ রানে অল আউট হয়ে যাই তখনই ম্যাচ আমাদের হাতের বাইরে চলে যায় । আয়োজক দেশ প্রথম ইনিংসে ৪৩২ রানের বড় স্কোর খাড়া করে দেয় । তবে খেলার তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে আমরা ভালো শুরু করেছিলাম । কিন্তু ইংল্যান্ডের বোলাররা আমাদের কিছু ভূল করতে বাধ্য করে । সত্যি কথা বলতে কি, যোগ্য দল হিসাবে এই ম্যাচ জিতেছে আয়োজন দেশ ।’
টসের বিষয়ে বিরাট কোহিলি বলেন, ‘প্রথমে ব্যাট করার ক্ষেত্রে পিচ যে উপযুক্ত ছিল না তা নয় । ইংল্যান্ডের ব্যাটসম্যানরা এই পিচে ভালো রান করেছেন । কিন্তু আমাদের বোলিং ভালো হয়নি ।’ পাশাপাশি তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দল মাত্র ৩৬ রানে অল আউট হয়ে গিয়েছিল । কিন্তু তা সত্ত্বেও আমরা ম্যাচে ফিরেছিলাম । সিরিজও জিতেছিলাম ।’ দল নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘এটা পিচের উপর নির্ভর করে । পিচের সঠিক মূল্যায়ন করে অর্থাৎ কতটা আদ্রতা রয়েছে, মূলত তার উপরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় । তবে কিছু বিষয়ে আমাদের সংশোধন করা জরুরি ।’।