এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৮ আগস্ট : নাবালিকাকে বিয়ে করার অভিযোগে গ্রেফতার হলেন চাইল্ডলাইনের পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শাখার একজন সদস্য । ধৃতের নাম অরূপ সাহা । তাঁর বাড়ি কাটোয়া থানার বরমপুর গ্রামে । শুক্রবার রাতে পুলিশ তাঁকে গ্রেফতার করে । শনিবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হয় । এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
জানা গেছে, বছর ষোলোর(১৬) ওই কিশোরীর বাড়ি কাটোয়ার মুস্থুলি গ্রামে । গত ১ জুলাই অরূপ সাহার সঙ্গে তার বিয়ে হয় । যদিও স্থানীয় এলাকা থেকেই চাইল্ডলাইনের কাছে খবর চলে যায় । অভিযোগ আসতেই যে সংস্থার অধীনে অরূপ সাহা কাজ করছিলেন সেই সংস্থার পক্ষ থেকে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয় । তাঁরা নাবালিকার বয়সের প্রমাণপত্র ও বিয়ের প্রমানসহ যাবতীয় তথ্য খতিয়ে দেখেন । গত ২৯ জুলাই তদন্তকমিটি তথ্যসহ রিপোর্ট জমা দেয় উদ্ধর্তন কর্তৃপক্ষের কাছে । তারপর গত ৬ আগষ্ট সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর জে মজুমদার ইমেলের মাধ্যমে পূর্ব বর্ধমান জেলা সমাজকল্যাণ আধিকারিকের কাছে এনিয়ে অভিযোগ জানান ।
জানা গেছে,ওই অভিযোগের ভিত্তিতে জেলা সমাজকল্যাণ আধিকারিক প্রশান্ত রায় গত মঙ্গলবার কাটোয়া থানায় অরূপ সাহার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেন । শেষে শুক্রবার রাতে অরূপ সাহাকে গ্রেফতার করে কাটোয়া থানার পুলিশ । যদিও ধৃত ব্যক্তি গ্রেফতারির আগেই মুচলেকা দিয়ে জানিয়েছে, ‘তাঁর বাবা মারা গেছেন । অসুস্থ মা বাড়িতে একাই থাকেন । কিছুদিন ধরে তাঁর মা বিয়ে করে নেওয়ার জন্য খুব চাপ দিচ্ছিলেন । শেষ পর্যন্ত চাপে পড়েই তিনি বিয়ে করতে বাধ্য হয়েছিলেন ।’ পাশাপাশি তাঁর দাবি, ‘বিয়ের আনুষ্ঠান হয়েছে ঠিকই তবে এর বেশি সম্পর্ক গড়ায়নি । বিয়ের পর থেকেই দুজনে আলাদাভাবেই বাস করে আসছি ।’।