এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৮ আগস্ট : পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারের রামকৃষ্ণপল্লি এলাকার বাসিন্দা এক সেনাকর্মীর বাড়িতে চুরির ঘটনায় ধৃতদের জেরা করে ৫৮ হাজার টাকা উদ্ধার করল পুলিশ । কাটোয়া থানার করজগ্রামের বাসিন্দা শেখ আলম ও নাসিরউদ্দিন শেখ নামে দুই দুস্কৃতী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে । ওই টাকা শেখ আলমের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ । পুলিশি জেরায় সে কবুল করে চুরি করা সোনার গহনা বিক্রি করেই সে ওই টাকা পেয়েছিল । উল্লেখ্য, চুরি যাওয়া সোনার গহনার মধ্যে ইতিপূর্বে ৮৬ গ্রাম সোনা উদ্ধার করেছে পুলিশ । এবার গহনা বিক্রির টাকা উদ্ধার হওয়ায় চুরি যাওয়া বাকি সামগ্রীও উদ্ধার হবে বলে আশা প্রকাশ করেছেন স্নেহাংশু ঘোষ নামে ওই সেনাকর্মীর পরিবার ।
ভাতার বাজারের রামকৃষ্ণপল্লির বাসিন্দা স্নেহাংশু ঘোষের বাড়িতে চুরির ঘটনাটি গত ৬ আগষ্ট সকালে প্রকাশ্যে আসে । রাতে বাড়িতে তালাবন্ধ ছিল । কারন স্নেহাংশুবাবু বর্তমানে কর্মসূত্রে ভিন রাজ্যে আছেন । ৫ আগস্ট তাঁর স্ত্রী তাপসীদেবী তাঁর দুই শিশুসন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি এরুয়ার গ্রামে গিয়েছিলেন । সেই সুযোগে রাতের অন্ধকারে বাড়ির একাধিক তালা ভেঙে সোনার গহনা,নগদ, বাসনপত্র মিলিয়ে ১৫ লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা ।
ঘটনার তদন্তে নেমে গত সোমবার ভোররাতে ভাতার বাজারে রবীন্দ্রপল্লি এলাকা থেকে শেখ আলম ও নাসিরউদ্দিন শেখ নামে দুই দুস্কৃতীকে গ্রেফতার করে পুলিশ । তাদের জেরা করে দাঁইহাটের বাসিন্দা সুদীপ মোদক নামে এক সোনারুপোর কারবারিকে গ্রেফতার করা হয় । তাঁর বাড়ি ও দোকানে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় চুরি যাওয়া সোনার গহনার মধ্যে ৮৬ গ্রাম সোনা । এদিকে হেফাজতের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ধৃতদের শনিবার আদালতে তোলা হয় । পুলিশ জানিয়েছে, চুরি যাওয়া বাকি সামগ্রী উদ্ধারের চেষ্টা চলছে ।।