এইদিন ওয়েবডেস্ক,কাবুল,২৮ আগস্ট : আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে আত্মঘাতী হামলার ৪৮ ঘন্টার মধ্যেই প্রতিশোধ নিলো আমেরিকা । আফগানিস্তানের নাঙ্গরহার (Nangarhar) প্রদেশে আইএস-কের ডেরায় আমেরিকান সেনা ড্রোন হামলা চালায় । এই হামলায় কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনার মাস্টারমাইন্ড খতম হয়েছে বলে দাবি করা হচ্ছে । শুক্রবার আমেরিকার সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র বিল আর্বান(Bill Urban) এক বিবৃতিতে বলেন, ‘ইসলামিক স্টেট -খোরাসান(ISIS-K) নামে নিজস্ব ধাঁচের একটি পৃথক ইসলামিক স্টেট গ্রুপ কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে । গত ২৬ আগস্টের এই বিস্ফোরণে ১৩ আমেরিকান সেনা ও ১৬৯ আফগান নাগরিকের মৃত্যু হয়েছে ।’ সেই সঙ্গে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আমরা লক্ষ্যে আঘাত হানতে পেরেছি । কোনও সাধারন মানুষ হতাহত হননি বলে আমরা জানি ।’
প্রসঙ্গত,কাবুল বিমানবন্দরের বিস্ফোরণে ১২৭৬ এর অধিক মানুষ আহত হয়েছেন । আহতদের বিভিন্ন হাসপাতালে রেখে চিকিৎসা চলছে । এই ঘটনার পরেই আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন হামলাকারীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘আমেরিকা এর জবাব দেবে’ । শেষ পর্যন্ত ঘটনার ৪৮ ঘন্টার মধ্যেই পালটা সন্ত্রাস দমন অভিযান চালালো আমেরিকার সেনাবাহিনী ।
এদিকে তালিবান দাবি করেছে ৩ সন্দেহভাজন আইএসআইএস জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে । যারা কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল । ওই তিন সন্ত্রাসবাদীর ছবি প্রকাশ করে দাবি করা হয়েছে, তারা কাবুল বিমানবন্দরে ফের হামলার পরিকল্পনা করছিল । এদিকে তার আগেই মার্কিন যুক্তরাষ্ট্র তার নাগরিকদের অবিলম্বে কাবুল বিমানবন্দর থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ।।