এইদিন ওয়েবডেস্ক,টোকিও,২৮ আগস্ট : টোকিও প্যারা অলিম্পিকে ইতিহাস সৃষ্টি করলেন ভারতের টেবিল টেনিস তারকা ৩৪ বছরের ভাবিনা পাটেল । শনিবার সেমিফাইনাল ম্যাচে তিনি চীনের ঝাংক মিয়াওকে ৩-২ সেটে পরাজিত করেন । ভবিতা এদিন প্রথম সেটে পিছিয়ে পড়েছিলেন । তবে শেষ পর্যন্ত এই ম্যাচ ৭-১১, ১১-৭, ১১-৪, ৯-১১, ১১-৮ সেটে জয় হাসিল করে নেন । এখন ভবিতার লড়াই স্বর্ণ পদকের জন্য । রবিবার ফাইন্যাল ম্যাচে তিনি ইং ঝুংয়ের মুখোমুখি হতে চলেছেন ।
তবে এদিন জোরদার শুরু করেছিলেন চীনের ঝাংক মিয়াও । প্রথম সেটেই তিনি ১১-৭ এ এগিয়ে যান । তবে পরের সেটেই ম্যাচে ফেরেন ভাবিনা পাটেল । দ্বিতীয় সেট ১১-৭ -এ তিনি জিতে নেন । কেবল চতুর্থ সেটে তিনি চীনের প্রতিদ্বন্দ্বী কাছে ৯-১১ পরাজিত হয়েছিলেন । তৃতীয় ও পঞ্চম সেট তিনি নিজের দখলে রাখেন ।
ভাবিনা প্যাটেল দেশের প্রথম ক্রীড়াবিদ যিনি প্যারালিম্পিক মহিলা টেবিল টেনিসের একক ইভেন্টে পৌঁছেছেন । শুক্রবারে কোয়ার্টার ফাইনালের ম্যাচে বিশ্বের দুই নম্বর র্যাঙ্কিংয়ে থাকা সার্বিয়ান টেবিল টেনিস তারকা রানকোভিচ পেরিচকে হারিয়ে ব্রোঞ্জ নিশ্চিত করেন ভাবিনা । তারপর এদিন সেমিফাইনাল ম্যাচে বিশ্বের তিন নম্বর খেলোয়াড় চীনের মিয়াও ঝাংকে যেভাবে কার্যত উড়িয়ে দিলেন তাতে স্বর্ণপদক জয়ের আশা জাগিয়েছেন ভাবিনা ।
এদিন সেমিফাইনালে জেতার পর ভাবিনা দেশবাসীর উদ্দেশ্যে ভিডিও বার্তায় বলেন, ‘টেবিল টেনিস ইতিহাসে এই প্রথমবার কোনও ভারতীয় খেলোয়াড় চীনের প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করল । আমার কাছে এটা বিরাট বড় জয় । এর আগে বলা হত টেবিল টেনিসে চীনের প্রতিদ্বন্দ্বীকে হারানো অসম্ভব । কিন্তু আজ আমি প্রমান করে দিলাম কোনও কিছুই অসম্ভব নয় । সদিচ্ছা থাকলে সব কিছুই সম্ভব ।’ পাশাপাশি দেশবাসী ও দেশের সরকারি ও বেসরকারি ক্রীড়া সংস্থানগুলিকে ধন্যবাদ জ্ঞাপন করে ভাবিনা জানিয়েছেন, ফাইন্যালের জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত আছেন ।।