এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৭ আগস্ট : শুক্রবার অষ্টনাগ মাতার পুজোয় মেতে উঠল কাটোয়ার গাঁফুলিয়া গ্রাম । বিগত ৯ বছর ধরে বগাপঞ্চমীর দিন সাড়ম্বরে মনসা পুজো হয়ে আসছে এই গ্রামে । এবারেও তার ব্যাতিক্রম হয়নি ।গ্রামবাসীরা জানিয়েছেন,সর্পাঘাত এড়াতেই গ্রামে অষ্টনাগ দেবীর পূজোর আয়োজন করে আসা হচ্ছে। গাঁফুলিয়া গ্রামের এক এক পুরোহিতে স্বপ্নাদেশ পেলে অষ্টনাগ মাতার পুজোর শুরু হয় বলে জানা গেছে । স্থানীয় বাসিন্দা সঞ্জু দেওয়ান, অপু নন্দীরা বলেন, ‘অষ্টনাগ মাতার পূজোর আগে গ্রামে আমাদের গ্রামে প্রায়ই সাপে কামড়ানোর ঘটনা ঘটত । ৯ বছর আগে শ্রাবন মাসের একদিনের মধ্যে গ্রামের ৪৩ জনকে সাপে কামড়ায় । একজনের মৃত্যুও হয় । তারপর একদিন গ্রামের এক পুরোহিতের স্বপ্নাদেশ পান । তখন থেকেই গ্রামে অষ্টনাগ মাতার পুজো শুরু হয় ।’ দেবীর পূজো শুরু করার পর থেকেই সাপে কামড়ানোর ঘটনাও আশ্চর্যজনক ভাবে বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন গ্রামবাসীরা ।
জানা গেছে,ভাদ্রমাসে বগাপঞ্চমীর দিন পুজো হয় গাঁফুলিয়া গ্রামের অষ্টনাগ মাতার । দেবীকে শুধু পায়েস ভোগ দেওয়া হয় । তবে পুজো সম্পন্ন না হওয়া পর্যন্ত গ্রামে কোনও বাড়িতে উনান জ্বালানো হয় না । পুজো শেষ করে তবেই রান্না শুরু করেন গ্রামবাসীরা । এই রীতিই বিগত ৯ বছর ধরে মেনে চলছেন গাঁফুলিয়াবাসী ।।