এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৭ আগস্ট : বাড়িতে রক্তদান শিবিরের আয়োজন করে ছেলের জন্মদিন উদযাপন করলেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার জনৈক এক গৃহবধু । সুষ্মিতা সেন নামে নামে ওই বধুর বাড়ি কাটোয়ার মণ্ডলহাট এলাকায় । শুক্রবার একমাত্র ছেলে সৌম্যদীপের জন্মদিন উপলক্ষে তিনি বাড়িতে একটি ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করেছিলেন । সেই সঙ্গে রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছিল । সব মিলিয়ে মোট প্রায় ৩০ জন স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানা গেছে । সুষ্মিতাদেবী নিজেও রক্তদান করেন । অনুষ্ঠান শেষে তিনি রক্তদাতা ও অতিথিদের হাতে একটি করে বৃক্ষচারা তুলে দেন । কাটোয়ার ওই গৃহবধুর এই প্রকার অভিনব উদ্যোগ তারিফ কুড়িয়েছে এলাকায় ।
জানা গেছে,সুষ্মিতাদেবীর স্বামী বাদল সেন কর্মসুত্রে ওমানে থাকেন । বছরে দু’একবার বাড়ি আসেন । বর্তমানে তিনি কর্মস্থলেই রয়েছেন । তাঁদের এক ছেলে ও এক মেয়ে । ছেলে সৌম্যদীপ ও মেয়ে সমষ্পিতাকে নিয়ে বাড়িতে থাকেন সুষ্মিতাদেবী । সৌম্যদীপ কাটোয়া ভারতীভবন উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র । এদিন ছিল সুষ্মিতাদেবীর ছেলের ১৩ তম জন্মদিন । সেই উপলক্ষে বাড়িতে একটি ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয় । তবে করোনা বিধি মেনেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে সুষ্মিতাদেবী ।
এদিন দেখা গেল তাঁদেএ বাড়িতে খাওয়া দাওয়ার পাশাপাশি চলছে রক্তদান শিবির । ছেলের জন্মদিনে এই প্রকার উদ্যোগের কারন প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে সুষ্মিতাদেবী বলেন, ‘ করোনাকালে দেখেছি হাসপাতালের ব্লাডব্যাঙ্কে তীব্র রক্তসংকট চলছিল । এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি । তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে ।’ যদিও ছেলের জন্মদিনে উপস্থিত থাকতে পারেননি বাদলবাবু । তবে তিনি ভিডিও কলের মাধ্যমে ছেলেকে আশীর্বাদ করেন ।।