এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,০১ আগস্ট : এরাজ্যে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল তিনটি আসন । ২০২১ সালে বিজেপির আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭৭-এ । আগামী ২০২৬ সালে ১৭৭ আসনে জিতে বিজেপি এরাজ্যে ক্ষমতায় আসবে বলে ভবিষ্যৎবাণী করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । আজ শুক্রবার বাঁকুড়া সাংগঠনিক জেলার ডাকে ‘কন্যা সুরক্ষা যাত্রা’য় অংশগ্রহণ করেন তিনি ।বাঁকুড়ার লালবাজার হিন্দু স্কুল থেকে তামিলবাঁধ বাসস্ট্যান্ড পর্যন্ত পদযাত্রায় পা মেলান শুভেন্দু । তারপর তামিলবাঁধ বাসস্ট্যান্ডে জনসভায় ভাষণ দেন । প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে শুভেন্দুর মতোই ভিজতে ভিজতে তার ভাষণ শোনেন কয়েক হাজার জনতা । পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগামী বিধানসভার ভোটে বিজেপির জয়ের বিষয়ে আত্মবিশ্বাসের সুরে তিনি বলেন, ‘১৬তে ৩, ২১শে ৭৭, ২৬ শে ১৭৭ ।’ পাশাপাশি ‘রোহিঙ্গাদের খালা’ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করে ২০২৬ সালে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের বুলডোজারের মাথায় চাপিয়ে কাঁটাতারের ওপারে ছুঁড়ে ফেলার হুমকি দিয়েছেন তিনি ।
কথিত “বাঙলা বাঁচাও” আন্দোলনকে কটাক্ষ করে এদিনের জনসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কার্যত তুলোধুনো করেন শুভেন্দু অধিকারী । জনসভায় তিনি বলেন,’পিসি নাচছেন বাংলা বাঙালি । এটা বাংলা বাঙ্গালীদের জন্য নয়, হিন্দু মহাসভার জায়গা । জনসংঘের জায়গা । বিজেপির শক্ত ঘাঁটি বাঁকুড়ায় দাঁড়িয়ে একটা কথাই আমি বলবো মমতা ব্যানার্জির এখন ‘মমতা খালা’ । মমতা ব্যানার্জির লড়াই রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের বাঁচানোর জন্য ।’
তিনি বলেন,’মমতা ব্যানার্জি খালা দয়া করে বাংলা বাঙালি বিজেপিকে শেখাতে আসবেন না। আমরা কাশ্মীরের জন্য আত্ম বলিদান দেওয়া ধুতি পাঞ্জাবি পরা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি করি । আমি আপনাকে ছেড়ে এসেছি শুধুমাত্র আপনার ভাইপো এবং আপনার তোষণের রাজনীতির বিরোধিতা করবো বলে । আপনি এই বাংলাতে ৫৪০ কিলোমিটার বর্ডার এলাকার কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য ভারত সরকারকে জমি না দিয়ে লক্ষ লক্ষ কোটির উপরে বাংলাদেশী মুসলমানকে ঢুকিয়ে দিয়েছেন । বাংলাকে বরবাদ করে দিয়েছেন । আমরা এটা করতে দেব না ।’
এরপর শুভেন্দু অধিকারী হুংকার দেন, ‘প্রথমে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের ভোটার তালিকা থেকে বার করে দিক ইলেকশন কমিশন । তারপরে যোগীজির কাছ থেকে কিছু বুলডোজার ভাড়া করে আনবো । বাংলাদেশের মুসলমানদের বুলডোজারের মাথায় বসাবো । কাঁটাতারের এপার থেকে ছুড়বো ওপারে গিয়ে পড়বে । গোটা পশ্চিমবঙ্গ কে হরিয়ানা মহারাষ্ট্র গুজরাট দিল্লি, উত্তরপ্রদেশের মত রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান মুক্ত করা বাংলা বা বাঙালির স্বার্থে দরকার আছে ।’
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী প্রশ্ন করেন,’বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর নিয়ে পশ্চিমাঞ্চল ঘোষণা হলো,কিন্তু তৃণমূল সরকার বাস্তব শিল্পনীতি কেন নেয়নি? ২০১১ সাল থেকে এযাবৎ বাঁকুড়া জেলায় বড় বা মাঝারি শিল্প কারখানা তৈরি হয়নি কেন ? বড়জোড়ার যে শিল্প ছিল অধিকাংশ বন্ধ হয়ে গেছে৷ বাঁকুড়ার খনিজ সম্পদ লোহা ম্যাঙ্গানিজ প্রভৃতি মাইনিং বা প্রসেসিং ইউনিট চালু হয়নি কেন ?’ তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন,’অপেক্ষা করুন শালতোড়ায় যতগুলো চিটিংবাজ আছে তাদের কি করতে হয় আমরা করবো ।’ একজন বিজেপি সমর্থক অভিষেক ব্যানার্জি কবে জেলে যাবে এই প্রশ্ন তুললে শুভেন্দু অধিকারী বলেন,’কালী পুজোটা ওকে করতে দিন ।’
তৃণমূল কংগ্রেসের কিছু বিধায়ক এবং সাংসদদের রাষ্ট্র বিরোধী আখ্যা দিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, ‘পহেলগামে সন্ত্রাসী হামলার পর কল্যাণ ব্যানার্জি বলছে আজাদ কাশ্মীর । মহুয়া মৈত্র বলছে বাংলাদেশ ভালো ভারত খারাপ । সাবিত্রী মিত্র বলছে জঙ্গিরা ভালো, পর্যটকদের মারে না । এরা ভারতের থাকবে, ভারতের খাবে, ভারতের যত রকম সর্বনাশ করা যায় করবে ।’ তিনি বলেন,’সিপিএমও কম যায় না । যখন মাসুদ আজাহারের বংশকে নির্বংশ করলো বিমানবাহিনী । পাকিস্তানের জল বন্ধ করলো ভারত সরকার । তখন মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত মাকুরা মিছিল বের করেছিল । স্লোগান দিয়েছিল,’পাকিস্তানের জল বন্ধ করলে কেন জবাব চাই জবাব দাও’ । সেখানে সজল ঘোষ এবং সুরোজ সিংরা মাকুদের কালি মাখিয়ে ছিল । আমি থাকলে আলকাতরা লাগাতাম ।’।

