এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,২৬ আগস্ট : চীনকে কড়া বার্তা দেওয়ার প্রস্তুতি শুরু করে দিল ভারতসহ চার দেশ । বৃহস্পতিবার থেকে আরব সাগরের মালাবারে যৌথ সামরিক মহড়া চালাবে ভারত, আমেরিকা,জাপান ও অস্ট্রেলিয়া । এই যৌথ যুদ্ধাভ্যাসের নাম দেওয়া হয়েছে মালাবার-২১ । চলবে বৃহস্পতিবার ২৬ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত । এটি মালাবার নৌ মহড়ার ২৫ তম সংস্করণ ।চীনের আক্রমণাত্মক ভঙ্গি আটকাতে একপ্রকার চক্রব্যূহ তৈরি করছে এই চতুর্ভুজ সংলাপ বা চতুর্ভুজ চার সদস্য দেশ ।
বুধবার ভারতীয় নৌসেনার তরফ থেকে এনিয়ে একটি বিবৃতি জারি করা হয়েছিল । তাতে জানানো হয়েছে, এই মহড়ার উদ্দেশ্য অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সমুদ্র নিরাপত্তা সম্পর্কে সাধারণ বোঝাপড়া প্রতিষ্ঠা করা । বিবৃতিতে আরও বলা হয়েছে যে, এবার দুটি যুদ্ধজাহাজ আইএনএস শিবালিস ও আইএনএস কদমত, একটি পি -81 বিমান ও নেভীর মেরিন কম্যান্ডো মার্কোস(MARCOS) এই সৈন্য অনুশীলনে সামিল হবে । অনুশীলনে ডেস্ট্রোয়ার, যুদ্ধজাহাজ, রনতরী(corvette),সাবমেরিন, হেলিকপ্টার, দূরপাল্লার সামুদ্রিক টহল বিমান প্রভৃতি প্রদর্শিত হবে । এছাড়া ভারত ও মার্কিন নৌসেনার বিশেষ বাহিনী সীল ও মার্কোস এই সামরিক মহড়ার অংশ নেবে ৷
আমেরিকায় জো বাইডেন ক্ষমতায় আসার পর থেকেই চতুর্দেশীয় সহযোগিতার উপর জোর দিয়েছেন । বাইডেন চলতি বছরের মার্চে চতুর্ভুজ দেশগুলির একটি ভার্চুয়াল শীর্ষ সম্মেলন যোগ দিয়েছিলেন । প্রেসিডেন্ট হওয়ার পর এটিই ছিল তাঁর প্রথম শীর্ষ সম্মেলন ।
উল্লেখ্য,মালাবারে যৌথ সামরিক মহড়া শুরু হয় ১৯৯২ সালে । তারপর থেকে ভারত ও আমেরিকার নৌসেনার মধ্যে সহযোগ দ্রুত বাড়তে থাকে । পরে ২০০৭ সালে এর পরিধি বাড়ে । যৌথ সামরিক মহড়ায় অংশ নেয় জাপান,সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়া । কিন্তু চীনের বিরোধের কারনে যৌথ মহড়ার উপর প্রভাব পড়ে । কারন সেই সময় চীনের সঙ্গে সরাসরি দ্বন্দ্বে আসতে চাইতো না কোনও দেশই । কিন্তু তার এক দশক পর থেকে পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করে । শেষে ২০১৫ সালে জাপান ও ২০২০ সালে অস্ট্রেলিয়া ফের যৌথ মহড়ায় অংশগ্রহন করতে শুরু করে ।।