প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৫ আগষ্ট : রাতের অন্ধকারে শাটার ভেঙে ব্যাঙ্কে ঢুকে ভল্ট ভেঙে টাকা লুটের আগেই পুলিশের হাতে ধরা পড়লো পাঁচ ডাকাত।মঙ্গলবার রাতে ডাকাত দলের হানার ঘটনাটি ঘটেছে সাহানুই সমবায় ব্যাঙ্কের পূর্ব বর্ধমানের মেমারির রসুলপুরে শাখায় । ধৃতদের নাম সঞ্জু ঘোষ ওরফে গিনি,অভিজিৎ দে ,শেখ জবেদ ওরফে চিকনা ,বাপি মণ্ডল ও অভিজিৎ দত্ত । ধৃতরা বর্ধমান থানার রথতলা,ইছলাবাদ,নবাবহাট ও কাঁটাপুকুর এলাকার বাসিন্দা । পুলিশের দাবি ধৃতদের কাছ থেকে শাবল, হ্যাকসো ব্লেড প্রভৃতি ডাকাতির সামগ্রী উদ্ধার হয়েছে । সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ বুধবার ধৃতদের পেশ করে বর্ধমান আদালতে । পলাতকদের ধরতে ও তদন্তের প্রজনে তদন্তকারী অফিসার এদিন ধৃতদের ১০ দিন নিজেদের হেপাজতে নেওয়ার জন্য আদালতে
আবেদন জানায় । সিজেএম ধৃতদের ৭ দিন পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন ।
পুলিশ জানিয়ছে ,ডাকাত দলটি মঙ্গলবার গভীর রাতে মেমারির রসুলপুরে সাহানুই এসকেইউএস সমবায় ব্যাঙ্কের শাখা অফিসে হানা দেয় । তারা ব্যাঙ্কের সাটার ভেঙে ভিতরে ঢোকে ।ব্যাঙ্কের আধিকারিক বাড়িতে বসেই তাঁর মোবাইলের সিসি ক্যামেরার ফিড থেকে ডাকতদের ব্যাঙ্কে ঢোকার বিষয়টি জানতে পারেন। ততক্ষনাৎ তিনি মেমারি থানায় ঘটনার কথা জানান । খবর পেয়েই মেমারি থানার ওসি দেবাশিষ নাগের নেতৃত্বে পুলিশ বাহিনী দ্রুত ওই ব্যাঙ্ক শাখার উদ্দেশ্যে রওনা দেন। তখন ডাকাতরা ব্যাঙ্কের ভল্ট ভেঙে টাকা লুটের চেষ্টা করছিল । পুলিশ সেখানে পৌছে প্রথমেই চারজনকে হাতেনাতে ধরে ফেলে। পরে আরও এক ডাকাত পুলিশের হাতে ধরা পড়ে যায় । এই ধরপাকড় চলার মধেই ডাকাত দলের কয়েক জন পুলিশ দেখে পালায়।
মহকুমা পুলিশ আধিকারিক আমিনুল
ইসলাম খান জানিয়েছেন , ‘ডাকাত দলটি মঙ্গলবার গভীর রতে সমবায় ব্যাঙ্কে ডাকাতির জন্য হানা দিয়েছিল।ব্যাঙ্কের এক আধিকারিক
তাঁর মোবাইলের সিসি ক্যামেরার ফিড থেকে ডাকতদের ব্যাঙ্কে ঢোকার বিষয়টি জানতে পেরে থানায় খবর দেয় । মেমারি থানার পুলিশ দ্রুত ওই ব্যাঙ্কে পৌছে পাঁচ জনকে ধরে ফেলে ।ওই ডাকাত দলের বাকিদের সন্ধান চালানো হচ্ছে ।’
রসুলপুরের সমবায় ব্যাঙ্কের আধিকারিক পার্থ দে এদিন জানান, কিছুদিন আগে একই এলাকার গ্রামীণ ব্যাঙ্কে ডাকাতির ঘটনা ঘটেছিল। তার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁদের সমবায় ব্যাঙ্কে সিসি ক্যামেরা লাগানো হয়। তার উপকার হাতে নাতে তাঁরা পেলেন । সিসি ক্যামেরার জন্যই ডাকাতি রোধ করা গিয়েছে।পুলিশ দ্রুত ব্যাঙ্কে পৌছে যাওয়ায় ডাকাতরা ব্যাঙ্ক থেকে কিছু নিতে পারেনি ।।