এইদিন ওয়েবডেস্ক,বেলুচিস্তান,২০ জুলাই : বেলুচিস্তানের কোয়েটার জাবাল নূরে এক গাড়ি বিস্ফোরণে পাকিস্তান সেনাবাহিনীর মেজর আনোয়ার কাকার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ।অজ্ঞাত ব্যক্তিরা চৌম্বক বোমা পুঁতে রাখার পর তার গাড়ি লক্ষ্য করে এই হামলা চালায়। নিহত মেজর আনোয়ার পাকিস্তান সেনাবাহিনীর ‘আইএসপিআর’-এ কর্মরত ছিলেন।বিস্ফোরণের সিসিটিভি ফুটেজ এখন প্রকাশ্যে এসেছে ।
বালুচ লিবারেশন আর্মি(বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে। মুখপাত্র জয়ন্দ বালুচ এক বিবৃতিতে বলেছেন যে বিএলএ ইন্টেলিজেন্স উইং “জারাব” থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিএলএ-এর স্পেশাল ট্যাকটিক্যাল অপারেশনস স্কোয়াড (এসটিওএস) এই অভিযান পরিচালনা করেছে ।।