এইদিন ওয়েবডেস্ক,উত্তরাখণ্ড,১২ জুলাই : সাধুবেশী প্রতারকদের ধরতে ‘অপারেশন কালনেমি’ নামের একটি বিশেষ অভিযান চালাচ্ছে উত্তরাখণ্ড সরকার । মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নির্দেশে শুরু হওয়া এই অভিযানটির মূল উদ্দেশ্য হলো—ধর্মের নাম ব্যবহার করে প্রতারণা ও জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা প্রতিহত করা। সেই অভিযানে রুকন রাকাম ওরফে শাহ আলম (২৬) নামে এক বাংলাদেশিসহ ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই বাংলাদেশির বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলায়। তাকে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে।
রাজ্যের রাজধানী দেহরাদুনে ‘অপারেশন কালনেমি’ অভিযানের আওতায় এই গ্রেপ্তার অভিযান চালানো হয়েছে । ধৃতদের কারও কাছেই ধর্ম বা জ্যোতিষশাস্ত্রসংক্রান্ত কোনো সঠিক জ্ঞান কিংবা বৈধ নথিপত্র ছিল না বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।বাকি অভিযুক্তরা উত্তর প্রদেশ, রাজস্থান, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং আসামের বাসিন্দা। তাদের অতীত রেকর্ড ও পরিচয়পত্র খতিয়ে দেখছে পুলিশ।
প্রশাসন জানিয়েছে, এসব ব্যক্তি সাধুবেশে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে প্রতারণা ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছিল । জনআস্থার অপব্যবহারকারী এমন ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। এ ধরনের ভুয়া সাধু বা সন্দেহজনক ব্যক্তিকে কোথাও দেখা গেলে সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দিতে অনুরোধ জানিয়েছে দেহরাদুন পুলিশ।।

