এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগণা,১৩ মে : মাত্র ৭ বছর বয়সী নিজের নাতনিকে ধর্ষণ করল ৫৫ বছরের দাদু । উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদ এলাকার ঘটনা । পুলিশ ধর্ষক দাদু আয়ুব গাজিকে গ্রেপ্তার করেছে । আজ মঙ্গলবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ।
জানা গেছে,শিশুটির মা-বাবা ভিক্ষাবৃত্তি করেন । প্রতিদিন সকালে দাদু আয়ুব গাজির কাছে শিশুটিকে রেখে তারা ভিক্ষা করতে বের হন । সোমবার যথারীতি ওই দম্পতি মেয়েকে তার দাদুর কাছে ভিক্ষা করতে বের হন । আর সেই সুযোগে শিশুকন্যাটির উপর পাশবিক নির্যাতন চালায় আয়ুব গাজি । পরে দম্পতি বাড়ি ফিরে এসে মেয়েকে অসুস্থ ও আতঙ্কিত অবস্থায় দেখতে পান । জিজ্ঞাসা করলে মেয়েটি সব কথা খুলে বলে । এরপর হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা শিশুটির বাবা । সেই অভিযোগের ভিত্তিতে নরপশু দাদুকে গ্রেপ্তার করে পুলিশ । পুলিশ ধৃতের বিরুদ্ধে পকসো সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে । পাশাপাশি শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয় ।।

