শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),১৯ এপ্রিল : চালকল থেকে নির্গত হচ্ছে দূষিত জল। সেই জল কৃষি জমিতে পৌঁছে ফসলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন,এমনই অভিযোগ তুলে আ শনিবার চাল মিলের সামনে বিক্ষোভ দেখালো পূর্ব বর্ধমান জেলার বর্ধমান -১ ব্লকের মাহিনগর এলাকার বেশ কিছু কৃষক । ভাতার থানার মোহনপুর সংলগ্ন এলাকায় রয়েছে ওই চাল কলটি । কৃষকদের দাবি, ওই চাল কল থেকে নির্গত দূষিত জল কৃষি জমিতে পৌঁছে জমির উর্বরতা নষ্ট করে দিচ্ছে । জমিতে জল থাকার কারণে ফসল কাটতে তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে শতাধিক কৃষক। পাশাপাশি দূষিত জল গ্রামে নিকাশী নাল দিয়ে প্রবাহিত হওয়ার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি পুকুরের মাছ চাষের ক্ষতি হচ্ছে বলেও অভিযোগ তাদের । তাদের অভিযোগ চালকল কর্তৃপক্ষকে বারবার জানানো সত্বেও কোন সুরাহা হয়নি । অবিলম্বে চালকল কর্তৃপক্ষকে সমস্যার সমাধান করার দাবি জানিয়েছেন তারা ।
এই বিষয়ে চালকল কর্তৃপক্ষের তরফে সুভাষ ঘোষ বলেন, মাহিনগর এলাকার বেশ কয়েকটি কৃষক ইচ্ছাকৃতভাবে নিকাশিনালা বন্ধ করে দিয়ে এই সমস্যা তৈরি করছে। ইতিমধ্যেই চালকলের তরফে একাধিকবার নিকাশী নালা সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও স্থানীয় বেশ কয়েকজন কৃষক সমস্যার সমাধানের সদিচ্ছা প্রকাশ করছেন না। কৃষকদের কথা ভেবে দূষিত জল নিষ্কাশনের জন্য ট্যাঙ্কার রাখা হয়েছে। কৃষকদের সমস্যা সমাধানের জন্য সব রকম ব্যবস্থা গ্রহণের সদিচ্ছা প্রকাশের আশ্বাস দিয়েছেন চালকল কর্তৃপক্ষ ।।