এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১৯ এপ্রিল : সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে তালিবানকে বাদ দেওয়ায় রাশিয়ার নিন্দা করেছে আফগান নারীরা । তারা মস্কোর বিরুদ্ধে সন্ত্রাসবাদকে স্বীকৃতি দেওয়ার অভিযোগ তুলেছেন । “বেগুনি শনিবার” আন্দোলনের অঙ্গ হিসাবে আজ শনিবার এক বিবৃতিতে আরও বলেছে যে রাশিয়ার এই সিদ্ধান্ত আফগানিস্তানে মানবতাবিরোধী অপরাধ এবং সন্ত্রাসবাদের শিকারদের প্রতি অবজ্ঞা।
প্রতিবাদকারী মহিলারা উল্লেখ করেছেন যে রাশিয়া তাদের নিজস্ব স্বার্থের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে এবং তালিবানদের আনুষ্ঠানিক স্বীকৃতির পথ প্রশস্ত করেছে। এই নারীদের মতে, রাশিয়া এমন এক সময়ে এই সিদ্ধান্ত নিয়েছে যখন তালিবানরা আফগানিস্তানে নারী ও মেয়েদের উপর তাদের নিপীড়ন বাড়িয়েছে।
রাশিয়ার এই সিদ্ধান্তের নিন্দা জানাতে জাতিসংঘ এবং অন্যান্য দেশের প্রতি আহ্বান জানিয়েছেন মহিলারা। দুই দিন আগে, রাশিয়ার সুপ্রিম কোর্ট মস্কোর সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে তালিবানের নাম বাদ দিয়েছে । জাতিসংঘ নিন্দা না জানিয়ে এই পদক্ষেপকে রাশিয়ার একটি স্বাধীন সিদ্ধান্ত বলে অভিহিত করেছে ।।