এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১২ মার্চ : বাংলাদেশের নৈরাজ্যের পরিস্থিতির মধ্যে মহামারীর আকার নিয়েছে ধর্ষণের ঘটনা । শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত কেউই নরপশুদের লালসার শিকার থেকে রেহাই পাচ্ছে না । এমনকি নিজের বাবার কাছেও ও সুরক্ষিত অনুভব করছে মেয়েরা । শেখ হাসিনাকে উৎখাত করে ইসলামিক জঙ্গি গোষ্ঠীগুলির শাসন ক্ষমতা জবরদখল করলে দেশে নৈরাজ্যের পরিস্থিতি সৃষ্টি হয় । তারপর থেকে খুন ডাকাতি লুটপাট এবং ধর্ষণ বা গনধর্ষণের ঘটনা ব্যাপক হারে বেড়ে গিয়েছে । কয়েক ঘন্টার ব্যবধানে বাংলাদেশ একাধিক শিশুকন্যা, কিশোরী ও প্রৌঢ়াকে ধর্ষণের খবর পাওয়া গেছে । তবে সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে বাংলাদেশের রাজধানী ঢাকার রামপুরায়। রামপুরায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মেয়েটির নিজের বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকার রামপুরার ঘটনার বিবরণে বাংলাদেশের সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে যে গত শনিবার রাতে কিশোরীর বাবাকে গ্রেপ্তার করে রামপুরা থানার পুলিশ । কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। বাবার পাশবিকতার ব্যাপারে পুলিশের কাছে লোমহর্ষক বর্ণনা দিয়েছে কিশোরী।
রামপুরা থানার ওসি আতাউর রহমান জানান, রামপুরার পূর্ব হাজীপাড়ায় বউ বাজারে ভাড়া বাড়িতে থাকে নির্যাততা কিশোরীর পরিবার। বাবা ও দুই ভাই–বোনের সংসারে তাদের। শনিবার গভীর রাতে এক প্রতিবেশী বিষয়টি টের পান। এরপর কিশোরীকে উদ্ধার করতে পুলিশকে খবর দেন। সাড়ে ৩টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। কিশোরীকে উদ্ধার করা হয়।কিশোরীর জবানবন্দির ভিত্তিতে ওসি জানান, মাস খানেক আগে কিশোরীর মা মারা যান। মাকে হারানোর তিন দিনের মাথায় বাবা মেয়েকে ধর্ষণ করে। এমনকি যখন তার মা বেঁচে ছিলেন তখনও একাধিকার ধর্ষণের শিকার হয় সে। মেয়েটি যে বর্ণনা দিয়েছে তা ভয়াবহ। কারও বাবা এমন হতে পারে এটা চিন্তারও বাইরে। ওসি বলেন, অভিযুক্ত ব্যক্তির তিন সন্তানের মধ্যে অপর একজনে বয়স আড়াই বছর। আরেকজনের ৫ বছর। ঘটনার সময় ছোট দুই সন্তান ঘরেই ছিল। ওদের কিছু বোঝার মতো বয়স হয়নি। মা বেঁচে না থাকায় পুলিশের একজন নারী সদস্য বাদী হয়ে মামলা করেছেন। একাধিকবার মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করেছেন বাবা। তাকে মাদকাসক্ত বলে মনে হয়েছে। আসামি পেশায় রিকশাচালক। রংপুরের মিঠাপুকুরে তার গ্রামের বাড়ি।
অন্যদিকে বাংলাদেশের রংপুরের গঙ্গাচড়ায় ধর্ষণচেষ্টা মামলায় মমিনুর রহমান (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) চর নোহালী ইউনিয়নের উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মমিনুর উত্তরপাড়া গ্রামের মহুবার রহমানের ছেলে। মামলা সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে ভুট্টাক্ষেতে ঘাস কাটতে যান এক নারী (৫৫)। ঘাসের বস্তা নিয়ে ফেরার পথে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে মমিনুর। এ ঘটনায় সোমবার ভুক্তভোগী বাদী হয়ে মমিনুরের বিরুদ্ধে মামলা করেন।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, ধর্ষণচেষ্টা মামলার আসামি মমিনুরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এছাড়া রংপুর নগরীর কুকরুল গলাকাটা বালাকোঁয়ার বটতলা মোড় এলাকায় বাশঝাড়ে একটি ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে, হালিম মিয়া নামে এক ব্যক্তিকে আটক করে মেট্রো পরশুরাম থানা পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী |
নীলফামারীর ডিমলায় ১২ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় রফিকুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার একটি গ্রামে এই ঘটনা ঘটে। শিশুটিকে ডিমলা হাসপাতাল ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ধৃত রফিকুল ইসলাম একই গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। তিনি প্রতিবেশী বাকপ্রতিবন্ধী ১২ বছরের শিশু কন্যাকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে এবং শিশুটি আঘাত পায়। এ সময় প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে রফিকুলকে আটক করেন। এরপর পুলিশের সহায়তায় ওই শিশুটিকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পুলিশ রফিকুল ইসলামকে আটক করে থানায় নেয়। বিষয়টি নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে এলাহী বলেন, অভিযুক্তকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) ফজলুল হক বলেন, ‘হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে। আশা করি খুব শীঘ্রই আসামি গ্রেপ্তা সহ মামলা নিষ্পত্তি করা সম্ভব হবে।’।