এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগনা,০৪ ফেব্রুয়ারী : জনবহুল এলাকায় বহাল তবিয়তে চলছিল মধুচক্রের আসর । আর সেই চক্রটি চালানোর অভিযোগ উঠছে স্থানীয় এক প্রভাবশালী নেতার শালিকার বিরুদ্ধে । ফলে নেতার রোষানল থেকে বাঁচতে ও দুষ্কৃতীদের ভয়ে এতদিন সব মুখ বুজে দেখে যাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা । কিন্তু সহ্যের সীমা অতিক্রম করে যখন স্থানীয় এক গৃহবধূকে এক ক্রেতা কটুক্তি করে৷ তা নিয়ে শুরু হয় তুমুল বচসা । পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে পড়ে যে বিশাল পুলিশবাহিনীকে আসতে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে । আর তখনই পুলিশের কাছে মধুচক্র চালানোর কথা ফাঁস করে দেয় ক্ষিপ্ত জনতা । দক্ষিণ ২৪ পরগনার বজবজ থানার অন্তর্গত নিশ্চিন্তপুর এলাকার ঘটনা । পুলিশ এই ন্যাক্কারজনক কারবার চালানোর কথা শুনতেই নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্র কানন শিশু উদ্যানের পাশে একটা বাড়িতে হানা দেয় । মধুচক্রের আসর থেকে মক্ষীরানী রিংকি বিবিসহ পাঁচ মহিলা এবং ১২ জন পুরুষকে গ্রেফতার করে পুলিশ । তাদের বিরুদ্ধে ইম্মোরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্টে মামলা রুজু করে আলিপুর কোর্টে পাঠানো হয় ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,দীর্ঘদিন ধরেই এই এলাকায় মধুচক্রের আসর বসছে । বাইরের ক্রেতারা এসে প্রায়শই আশেপাশের মানুষজনকেও কটুক্তি করে। তাদের এও দাবি এক প্রভাবশালী নেতার শালী এই দেহ ব্যবসার কারবারটি চালায়। সেই কারণেই বহুবার অভিযোগ করা সত্ত্বেও পুলিশ কোন পদক্ষেপ নেয়নি ।’ তবে ডায়মন্ড হারবার জেলা পুলিশ দাবি করেছে যে এর আগে বজবজ থানায় মৌখিক বা লিখিত কোন অভিযোগই হয়নি । যদিও সমগ্র ঘটনায় স্থানীয়রা মুখে কুলুপ এঁটেছেন, তারা কেউই প্রকাশ্যে এই ব্যাপারে কিছু বলতে চাইছেন না। জানা গিয়েছে রিংকি বিবির ঘর ভাড়া করেই মোট চারজন দালাল এই ব্যবসাটি চালাচ্ছিল । পুলিশ ওই দালালদের খোঁজ চালাচ্ছে ।।