এইদিন বিনোদন ডেস্ক,০৩ ফেব্রুয়ারী : প্রথমে নগ্ন স্নানের ভিডিও পোস্ট । এবারে আলোকচিত্রীদের সামনে একেবারে নগ্ন হয়ে ফটো তুলে নতুন বিতর্কে জড়ালেন মার্কিন র্যাপার কানইয়ে ওয়েস্টের অস্ট্রেলিয়ান মডেল স্ত্রী বিয়াঙ্কা সেন্সরি । তাও গ্র্যামির মত আন্তর্জাতিক মানের আসরে । রবিবার(২ জানুয়ারি) বিয়াঙ্কার এই কান্ড নিয়ে তোলপাড় পড়ে গেছে বিশ্বজুড়ে । যখন লাল গালিচা দিয়ে আসছিলেন তখন অস্ট্রেলিয়ান এই মডেলের গায়ে চাপানো ছিল কালো রঙের পশমের কোট। আলোকচিত্রীদের সামনে এসে কোট সরাতেই মুহুর্মুহু ক্যামেরার ফ্লাশ লাইটে আলোর ঝলকানি শুরু হয়ে যায় । কিছুক্ষণের মধ্যেই অবশ্য তাঁকে লাল গালিচা থেকে সরিয়ে দেন নিরাপত্তারক্ষীরা।
ঘটনার প্রতিক্রিয়ায় সাংবাদিক, লেখক নারীবাদী এবং প্রাণী অধিকার কর্মী নাটালিয়া গঞ্জালেজ ভিলারিয়াল (@natalia_glez) এক্স-এ লিখেছেন,’স্ত্রী বিয়াঙ্কা সেন্সরির প্রতি কানিয়ে ওয়েস্টের আচরণে আমরা জবরদস্তিমূলক নিয়ন্ত্রণ, দুঃখবাদ, আধিপত্য, অপমান, বস্তুনিষ্ঠতা, হিস্ট্রিওনিক্স দেখতে পাই। সে তার থেকে সমস্ত মানবতা এবং মর্যাদা কেড়ে নিয়েছে, এবং স্পষ্টতই তাকে দাসত্বে আবদ্ধ করেছে। কেন সে এই সবের সাথে সহযোগিতা করে, এই প্রশ্নের উত্তরে, এটা বুঝতে হবে যে সে স্পষ্টতই একটি আঘাতমূলক বন্ধনে আবদ্ধ, শেখা অসহায়ত্ব, বিচ্ছিন্নতা এবং অবশ্যই প্রচুর ভয়ে ভুগছে। এগুলো হলো একজন নার্সিসিস্টিক সাইকোপ্যাথের তার শিকারের উপর প্রভাব। তারা আক্ষরিক অর্থেই তোমার ইচ্ছাকে অপহরণ করে এবং তোমার বাস্তবতাকে বদলে দেয়। যখন ভুক্তভোগী পালাতে সক্ষম হয়, তখন সে প্রচণ্ড আতঙ্কের সাথে দেখতে পায় যে তাকে যে সমস্ত অপমান সহ্য করা হয়েছিল এবং কীভাবে তার ইচ্ছা বাতিল করা হয়েছিল।’
তবে এখানেই বিড়ম্বনা শেষ হয়নি বিয়াঙ্কা সেন্সরি ও তার র্যাপার স্বামীর লাল গালিচায় নগ্নতা প্রদর্শনের জন্য কানইয়ে ও তাঁর স্ত্রীর জেল-জরিমানাও হতে পারে। লস অ্যাঞ্জেলেসের আইন অনুযায়ী, কেউ যদি শিল্পের প্রয়োজন ছাড়া পোশাকহীন অবস্থায় জনসমক্ষে আসেন, ঘুরে বেড়ান—তাহলে অশ্লীলতার দায়ে তার জেল ও জরিমানা দুই-ই হতে পারে। কানইয়ের স্ত্রীর এ ক্ষেত্রে ৬ মাসের কারাদণ্ড ও ১০০০ ডলার জরিমানা হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিয়াঙ্কা কি সম্পূর্ণ নগ্ন হয়েছিলেন? নাটালিয়া গঞ্জালেজ ভিলারিয়ালের শেয়ার করা একটি স্থিরচিত্রে দেখা যায়, বিয়াঙ্কার সম্পূর্ণ উন্মুক্ত, তবে স্পর্শকাতর অংশ পাতলা কাপড়ে ঢাকা। মাথায় খোঁপা, সঙ্গে মানানসই মেকআপ।
প্রসঙ্গত, প্রাক্তন স্ত্রী কিম কার্দাশিয়ানের সঙ্গে ২০২২ সালে বিচ্ছেদ হয় কানইয়ের। তারপর বিয়াঙ্কাকে বিয়ে করেন তিনি। এদিকে, সংগীতের মর্যাদাকর আসর ৬৭তম গ্র্যামিতে বাজিমাত করেছেন গায়ক কেনড্রিক লামার। ‘নট লাইক আস’ গানের জন্য ‘রেকর্ড অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন তিনি। একই গানের জন্য তাঁর হাতে উঠেছে ‘সং অব দ্য ইয়ার’ পুরস্কারও। এবারের গ্র্যামিতে সবচেয়ে বেশি মনোনয়ন বিয়ন্সে পেলেও সর্বোচ্চ পাঁচটি পুরস্কার জিতে নিয়েছেন লামার।।