এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৬ জুলাই : প্রকৃতির অনিন্দ্যসুন্দর রূপ দেখে নিজের ছবিসহ একটি টুইটে লিখেছিলেন, ‘প্রকৃতি মা ছাড়া জীবনই বৃথা (Life is nothing without mother nature)’ । আর তার কিছুক্ষনের মধ্যেই প্রাকৃতিক বিপর্যয়েই প্রাণ হারাতে হল চিকিৎসক দীপা শর্মাকে । রবিবার হিমাচলপ্রদেশের কিন্নরে ভূমিধ্বসে যে ৯ জন পর্যটকের মৃত্যু হয়েছিল তাঁদের মধ্যে ছিলেন দীপা ।
পেশায় আয়ুর্বেদ চিকিৎসক দীপা শর্মা থাকতেন রাজস্থানের জয়পুরে । প্রকৃতির টানে তিনি বার বার বেড়িয়ে পড়তেন । দীর্ঘদিন করোনার পরিস্থিতির কারনে ঘরে বন্দিদশা থেকে মুক্তি পেতে একটি পর্যটকদলের সঙ্গে দিন কয়েক আগে হিমাচল প্রদেশে গিয়েছিলেন । উদ্দেশ্য প্রকৃতির রূপ উপভোগ করা । মৃত্যুর কয়েক মিনিট আগে তিনি গলায় ক্যামেরা ও কাঁধে একটি ব্যাগ নিয়ে ভারত-তিব্বত সীমান্তে নাগাস্তি পোস্টের কাছে ছবি তুলেছিলেন । রবিবার ১২ টা ৫৯ মিনিট নাগাদ ওই ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘ভারতের শেষ প্রান্তে দাঁড়িয়ে যেখানে নাগরিকদের যাবার অনুমতি রয়েছে। আর প্রায় 80 কিলোমিটার এগিয়ে গেলেই তিব্বত সীমানা । যা চীন অবৈধভাবে দখল করে রেখেছে ।’
দীপা শর্মার এই পোস্টটির অনেকে প্রশংসা করেছিলেন । পাহাড়ের উপরে দাড়িয়ে আরও একটি ছবি তুলে ট্যুইটারে পোস্ট করেছিলেন তিনি । দু’হাত বাড়িয়ে হাঁসিমুখে তোলা ওই ছবির ক্যাপশন লিখেছিলেন, ‘Life is nothing without mother nature.’ ছবিতে দীপাকে খুব খুশি দেখাচ্ছিল । কিন্তু তিনি কল্পনাও করতে পারেননি তাঁর জীবনের শেষ মুহূর্ত এসে গেছে । তারপর দুপুর ১.২৫ মিনিট নাগাদ সাংলা-চিটকুল রোডে বাস্তেরির কাছেই ঘটে ভূমিধ্বস । আর সেই ধ্বসের কবলে পড়ে মৃত্যু হয় দীপা-সহ ৯ পর্যটকের । এই আকস্মিক ঘটনায় কার্যত বাকরুদ্ধ হয়ে যান ৩৪ বর্ষীয় দীপা শর্মার ফলোয়ার্সরা ।
জানা গেছে, একটি টেম্পোয় পর্যটকদের দল চিটকুলা থেকে হিমাচল প্রদেশের কিন্নৌর জেলার সাঙ্গলার দিকে যখন যাচ্ছিল ঠিক সেই সময় ভূমিধ্বসের ঘটনাটি ঘটে । হঠাৎ পাহাড় থেকে বড় বড় পাথর এসে পড়তে থাকে সাঙ্গলা-চিটকুল রাস্তার উপর । বিশাল একটা পাথরের চাঁই এসে পড়ায় ভেঙে যায় নদীর উপরের একটি সেতু । পার্ক করা যানবাহনগুলি সমস্ত ধ্বংস হয়ে যায় । দীপাদের টেম্পোর উপরে একটি বড় পাথর পড়েছিল । যার ফলে দীপাসহ ৯ জন মারা যান । ৩ জন আহত হয়েছেন ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন । এছাড়া মৃতদের পরিবারকে ২ লাখ ও আহতদের জন্য ৫০,০০০ টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ।।