প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১১ জানুয়ারী : ঝোপ জঙ্গল থেকে বোমা উদ্ধারের ঘটনা হামেশাই শোনা যায়। তবে আর ঝোপ জঙ্গল নয় , বোমা মিললো পূর্ব বর্ধমানের মঙ্গলকোট গ্রামের কাছ দিয়ে বয়ে যাওয়া কুনুর নদীর ধার থেকে। তাও আবার এক আধটা বোমা নয়,কুনুর নদীর ধার থেকে পুলিশ ৩৭ টি তাজা বোমা উদ্ধার করতেই চোখ কপালে উঠে গিয়েছে এলাকার বাসিন্দাদের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলকোটে কুনুর নদির ধারে কেউ দুটি ড্রামে ভর্তি বোমা রেখে যায়। শুক্রবার রাতে মঙ্গলকোট থানার পুলিশ গোপন সূত্রে সেই খবর পায় ।পুলিশ ঘটনা স্থলে পৌছে দেখে দুটি ড্রামেই রয়েছে অনেক বোমা । খবর দেওয়া হয় সিআইডি’র বোম ডিসপোজাল স্কোয়াডে। শনিবার সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াড ওই ড্রাম গুলিতে থাকা ৩৭ টি বোমা উদ্ধার করে তা নিস্কৃয় করে ।এই ঘটনা স্থানীয় বাসিন্দা মহলে যথেষ্টই আতঙ্ক বাড়িয়েছে । কি ভাবে বোমা গুলি নদীর ধারে এল তার তদন্ত পুলিশ শুরু করেছে। এলাকায় পুলিশি নজরদারি বাড়ানোর দাবি করেছেন মঙ্গলকোট গ্রামের বাসিন্দারা ।।