এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৮ নভেম্বর : বাংলাদেশ হিন্দুদের জন্য কার্যত মৃত্যুকূপ হয়ে গেছে । কারন একদিকে বাংলাদেশের সেনা, পুলিশ ও সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের যৌথ আক্রমণ, অন্যদিকে ভারতে আসার রাস্তাও বন্ধ । বাংলাদেশের হিন্দুরা বর্তমানে ঠিক কতটা অসহায় অবস্থায় কাটাচ্ছে তার সামগ্রিক চিত্রটা জানতে পারা না গেলেও দু’একটা ঘটনা যেগুলি প্রকাশ্যে আসছে তাতেই অনুমান করা সহজ । ফের প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয়ের উদ্দেশ্যে অনুপ্রবেশের সময় বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির হাতে গ্রেফতার হল জেলবন্দি চিন্ময় কৃষ্ণ প্রভুর একজন ভক্ত ।
চট্টগ্রামের মিরসরাইয়ে সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আশীষ পুরোহিত (৬৫) নামে একজনকে আটক করেছে স্থানীয় মুসলিমরা। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত থেকে তাকে আটক করা হয়।।আটক আশীষ নামে ওই প্রৌঢ় চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের মৃত নির্মল চন্দ্র পুরোহিতের ছেলে। আটকের সময় তার মোবাইলে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সঙ্গে একাধিক ছবি পাওয়ায় বেদম মারধর করে স্থানীয় মুসলিম জনতা ।
জানা গেছে, আশীষ পুরোহিত মিরসরাইয়ের অলিনগর সীমান্ত দিয়ে কলকাতায় অবৈধভাবে প্রবেশ করার সময় স্থানীয়দের সন্দেহ হলে আটক করে তল্লাশি শুরু করে । মোবাইল ঘেঁটে চিন্ময় কৃষ্ণ প্রভুর ছবি দেখতে পেয়ে তাকে মারধর করে । এরপর তাকে বিজিবির হাতে তুলে দেওয়া হয় । তার কাছ থেকে বাংলাদেশি এনআইডি কার্ড, ভারতীয় আধার কার্ড ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বিজিবি-৪ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন। তিনি বলেন, আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন চিকিৎসার জন্য অবৈধভাবে ভারতে যাচ্ছিলেন। দ্বৈত নাগরিকত্ব এবং অবৈধ পারাপারের দায়ে তাকে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।।

