এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৮ জুলাই : মাস পাঁচেক আগে আচমকা নিখোঁজ হয়ে গিয়েছিল পূর্ব বর্ধমান জেলার ভাতারের এক কিশোরী । শেষে তাকে রাজস্থান থেকে উদ্ধার করে আনল ভাতার থানার পুলিশ । জানা গেছে, ১৬ বছরের ওই কিশোরীর বাড়ি ভাতার থানার বালসিডাঙ্গা গ্রামে । সে দশম শ্রেণীতে পড়াশোনা করে । গত ফ্রেবুয়ারি মাসে পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেড়িয়ে গিয়েছিল । তারপর তার কোনও হদিশ পাওয়া যায়নি । শেষে ভাতার থানায় একটি নিখোঁজ ডাইরি করে পরিবারের লোকজন । তার পরেই ওই কিশোরীর সন্ধানে নামে ভাতার থানার পুলিশ ।
পুলিশ সুত্রে জানা গেছে,মোবাইল ফোনের সুত্র ধরে
তদন্তে নেমে পুলিশ জানতে পারে মেয়েটি রাজস্থানের জয়পুরে রয়েছে । যোগাযোগ করা জয় জয়পুর পুলিশের সঙ্গে । শেষে সেখানকার পুলিশ কিশোরীকে উদ্ধার করে স্থানীয় একটি সরকারি হোমে রেখে দেয় । কিন্তু লকডাউনের কারনে মেয়েটিকে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছিল না । রবিবার ভোরে মেয়েটিকে ভাতারে ফিরিয়ে আনা হয় ।
জানা গেছে, পুলিশ জানতে পেরেছে,ফেসবুকের সুত্রে নদীয়া জেলার এক যুবকের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠেছিল মেয়েটির । ওই যুবকই মেয়েটিকে ফুসলিয়ে জয়পুরে নিয়ে পালিয়েছিল বলে অভিযোগ । পুলিশ ওই যুবকের সন্ধান চালাচ্ছে ৷।