এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৭ জুলাই : এক ফুল ব্যাবসায়ীর টাকার ব্যাগ ও স্মার্টফোন নিয়ে পিটটান দিচ্ছিল বাইক আরোহী দুই ছিনতাইবাজ । কিন্তু শেষ পর্যন্ত কাটোয়া থানার দুই সিভিক ভলেন্টিয়ার্সের তৎপরতায় তারা ধরা পড়ে গেল । উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া টাকা ও ফোনটি । পুলিশ জানিয়েছে ধৃতদের নাম শেখ নিজামুদ্দিন এবং শেখ আসিফ । শনিবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হয় ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,ওই ফুল ব্যাবসায়ীর নাম অমিত চৌধুরী । কাটোয়া থানার জামরা গ্রামে তাঁর বাড়ি । অমিতবাবু জানিয়েছেন, মন্তেশ্বরের একটি বিয়ে বাড়িতে ফুলের অর্ডার ছিল । বৃহস্পতিবার ছিল বিয়ের অনুষ্ঠান । রাতে তিনি ওখানেই ছিলেন । পরের দিন বিকেল নাগাদ তিনি নিজের বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন । কিন্তু জামরা ও চন্দ্রপুরের মাঝামাঝি জায়গায় আসার পর তাঁর বাইকটি খারাপ হয়ে যায় । তখন বাইকটি স্থানীয় একটি মোটর সাইকেল গ্যারেজে নিয়ে যান ।
তিনি বলেন, ‘সারা রাত জাগার কারনে খুব ক্লান্ত ছিলাম । তাই গ্যারেজে বসে থাকার সময় খুব ঝিমুনি আসছিল । পাশেই আমার একটা ব্যাগ রাখাছিল । ব্যাগে ছিল ফুলের বিল বাবদ পাওয়া ৪ হাজার টাকা ও আমার স্মার্টফোনটি । সেই সময় ওই দুই ব্যক্তি একটি স্কুটিতে চড়ে ওই গ্যারেজের সামনে দাঁড়ায় । তারা আমাকে সময় জানতে চায় । আমি তাদের সময় বলার পর একটু চোখ বুজে বসেছিলাম । মিনিট কয়েক পরেই লক্ষ্য করি ওই দু’জন স্কুটিতে চড়ে দ্রুত পালানোর চেষ্টা করছে । দেখি আমার পাশে ব্যাগটা নেই ।’
জানা গেছে,বিষয়টি বুঝতে পেরে অমিতবাবু ও গ্যারেজ মালিক চিৎকার করে ওঠেন । সেই সময় পাশেই ডিউটি করছিলেন খোকন ঘোষ ও প্রদীপ চৌধুরী নামে দুই সিভিক ভলেন্টিয়ার্স । তাঁরা দু’জনে দুটি বাইক নিয়ে স্কুটিটির পিছু ধাওয়া করেন । এদিকে কিছুটা যাওয়ার পরেই বেগতিক বুঝে রাস্তার পাশে স্কুটি ফেলে মাঠে মাঠে ছুটতে শুরু করে শেখ নিজামুদ্দিন ও শেখ আসিফ নামের ওই দুই ছিনতাইবাজ । শেষে কাটোয়া থানার গিধগ্রামের কাছে একটি মিষ্টির দোকানে মিষ্টি খাওয়ার সময় দু’জন ধরা পড়ে যায় । উদ্ধার হয় ফুল ব্যাবসায়ীর ব্যাগটি । তবে পুলিশ যাওয়ার আগেই ছিনতাই করা ৪ হাজার টাকা থেকে তারা দোকান মালিককে একশ টাকা বিল মিটিয়ে দেয় । উদ্ধার হয় ৩৯০০ টাকা ও ফুল ব্যাবসায়ীর স্মার্টফোনসহ ২ মোবাইল ফোন ।।