আমিরুল ইসলাম, মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),১১ জুলাই : থানা থেকে দূরবর্তী গ্রামের মানুষদের সমস্যার কথা শুনতে ও সমস্যাগুলি নিরসনের উদ্দেশ্যে ‘দূয়ারে পুলিশ’ কর্মসূচির আয়োজন করল পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুলিশ । জেলা পুলিশের উদ্যোগ রবিবার এই শিবিরটির আয়োজন করা হয়েছিল মঙ্গলকোট থানার আওগ্রামে । এলাকার অনেক মানুষ এই শিবিরে এসে তাঁদের আধার কার্ড,রেশন কার্ড ও বিভিন্ন নথিপত্র হারিয়ে যাওয়ার অভিযোগ জানান । এমনকি এলাকার বেহাল রাস্তা নিয়েও এদিন অভিযোগ শুনতে হল পুলিশকে ।
প্রতিটি বিধানসভা এলাকায় এমন অনেক গ্রাম আছে যাদের স্থানীয় থানা থেকে দূরত্ব ৩০ থেকে ৫০ কিমির মধ্যে । তাই দূরত্বের কারনে ছোটোখাটো সমস্যা নথিভুক্ত করতে থানামুখো হতে চান না গ্রামবাসীরা । ওই সমস্ত গ্রামগুলিতে এমন অনেক গ্রামবাসী আছেন যাদের ভোটার কার্ড,রেশন কার্ড বা আধার কার্ডের মত গুরুত্বপূর্ণ পরিচয়পত্রগুলি দীর্ঘদিন আগে হারিয়ে গেছে । অথচ এযাবৎ তাঁরা এনিয়ে থানায় কোনও অভিযোগ দায়ের পর্যন্ত করেননি । তাই এই সমস্ত মানুষদের কথা ভেবে ‘দূয়ারে সরকার’-এর আদলে ‘দূয়ারে পুলিশ’ কর্মসূচি চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর মুখ্যমন্ত্রীর নির্দেশ মত এলাকার দূরবর্তী গ্রামগুলিতে গিয়ে ক্যাম্প করে অভিযোগ নথিভুক্ত করতে শুরু করেছে রাজ্যের থানাগুলি ।
এদিন মঙ্গলকোট থানার আওগ্রামে আয়োজন করা হয় পুলিশের এই বিশেষ ক্যাম্প । উপস্থিত ছিলেন মঙ্গলকোট থানার ওসি পিন্টু মুখোপাধ্যায়, এসআই প্রণব কুমার নন্দী, তরুণ কুমার লেট, পার্থপ্রতিম মন্ডল, গিয়াস উদ্দিন মন্ডলসহ এলাকার জনপ্রতিনিধিরা । এলাকার অনেক মানুষ ওই ক্যাম্পে এসে তাঁদের সমস্যার কথা জানান । পুলিশের তরফ থেকে তা নথিভুক্ত করে রাখা হয় । নথিপত্র হারিয়ে যাওয়ার পাশাপাশি অনান্য সমস্যা নিয়েও গ্রামবাসীদের অভিযোগগুলি মনযোগ দিয়ে শোনেন মঙ্গলকোট থানার পুলিশ আধিকারিকরা ।
স্থানীয় গ্রামবাসী শাহাবুদ্দিন মল্লিক বলেন, ‘আমাদের গ্রামে কোন সিভিক ভলেন্টিয়ার্স নেই । তাই আজ ক্যাম্পে এসে পুলিশের কাছে আবেদন জানালাম যাতে গ্রাম থেকে একজনকে সিভিক ভলেন্টিয়ার্স হিসাবে নিয়োগ করা হয় । পাশাপাশি আমাদের গ্রামের ঢোকার মূল রাস্তার বেহাল অবস্থা নিয়েও পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছি । পুলিশের কাছে আবেদন জানিয়েছি যাতে ওনারা উদ্যোগী হয়ে রাস্তাটি অবিলম্বে সংস্কারের ব্যাবস্থা করেন ।’
মঙ্গলকোট থানার ওসি পিন্টু মুখোপাধ্যায় বলেন, ‘মঙ্গলকোটের প্রত্যন্ত গ্রামগুলির মধ্যে অন্যতম আওগ্রাম । থানা ছাড়াও বিডিও অফিস ও ব্লক স্বাস্থ্যকেন্দ্র থেকে অনেক দুরে ওই গ্রামটি । তাই আমরা এই গ্রামটি বেছে নিয়েছি । এদিন গ্রামবাসীদের অভাব-অভিযোগের কথা শুনলাম । গ্রামের মূল রাস্তা নিয়েও আমাদের কাছে এসে অভিযোগ জানান গ্রামবাসীরা । বিষয়টি নিয়ে ব্লক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব ।’।