এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১১ জুলাই : বালি বোঝাই লরি ও পুলিশের টহলদারি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন ভ্যানের চালকসহ ৪ পুলিশকর্মী ৷ শনিবার রাত্রি প্রায় একটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পূূর্ব বর্ধমান জেলার ভাতার থানার এরুয়ার গ্রামের কাছে বলগোনা- গুসকরা রোডে । আহতদের মধ্যে পতিতপাবন ঘোষ নামে এক পুলিশ কর্মী ও পুলিশের টহলদারি ভ্যানের চালক বরুন সামন্তর আঘাত গুরুতর বলে জানা গেছে । বর্তমানে তাঁরা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । পুলিশ লরিটি আটক করেছে । তবে লরির চালক ও খালাসি পলাতক বলে জানিয়েছে পুলিশ ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে বলগোনা-গুসকরা রোডে রুটিন টহলদারি চালাচ্ছিল ভাতার থানার পুলিশের একটি টহলদারি ভ্যান । ভ্যানে ছিলেন এএসআই সুশান্ত রায়, কনস্টেবল পতিতপাবন ঘোষ ও পুলিশকর্মী নরেন সোনার । গাড়িটি চালাচ্ছিলেন বরুন সামন্ত । বলগোনা থেকে গুসকরার মুখে যাচ্ছিল পুলিশের ভ্যানটি । কিন্তু রাত্রি প্রায় একটা নাগাদ পুলিশের গাড়িটি এরুয়ার বাসস্ট্যান্ডের কাছাকাছি আসতেই দুর্ঘটনার কবলে পড়ে ।
পুলিশ সুত্রে জানা গেছে, সেই সময় বিপরীত দিক থেকে আসছিল একটি বালি বোঝাই ১২ চাকার লরি । লরিটি পুলিশের গাড়ির কাছাকাছি আসতে তার সামনের ডানদিকের চাকা ফেটে যায় । ফলে লরিটি ডানদিকে কাত হয়ে যাওয়ায় পুলিশের টহলদারি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । পুলিশের গাড়ির ডানদিক কার্যত দুমড়ে মুচড়ে যায় । পুলিশের গাড়ির চালক ও তিন পুলিশকর্মী জখম হন । এদিকে বালি বোঝাই লরির চালক ও খালাসি লরি ফেলে চম্পট দেয় ।
পরে আহত পুলিশকর্মীরা ঘটনার কথা ফোনে ভাতার থানায় জানালে একটি গাড়ি গিয়ে জখমদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় । তাদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । বাকি দুজনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করে নেওয়া হয় ।।