এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৯ অক্টোবর : বর্তমানে বাংলাদেশ ইসলামি চরমপন্থী দলগুলির হাতে । সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের হাতে নিদারুন নিপিড়নের শিকার হচ্ছে সংখ্যালঘু হিন্দুরা । প্রায় দিনই হিন্দু মেয়েদের অপহরণ ও ধর্ষণ বা গনধর্ষণের ঘটনার খবর আসছে বাংলাদেশ থেকে । তাই বহু হিন্দু পরিবার তাদের মেয়েদের সম্ভ্রম রক্ষা করতে ভারতে পালিয়ে আসছেন । মঙ্গলবার এক কিশোরীসহ ৩ হিন্দু মহিলা ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় সিলেটের গোয়াইনঘাট উপজেলার রানীরঘাট এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর হাতে ধরা পড়েছে । তারা হলেন মাদারীপুরের শ্রীপুরের বিনয় দত্তের স্ত্রী মঞ্জুশ্রী (৩৮), তার মেয়ে দিঘী জোয়ার্দার (১৪) এবং শালিখার সুকেশ বিশ্বাসের স্ত্রী হীরা বিশ্বাস (১৮)।
জানা গেছে, গোয়াইনঘাটের মাদারতল বাজারের বাসিন্দা রূপন সরকার (২২) ওই তিন মহিলার সম্ভ্রম রক্ষার উদ্দেশ্যে ভারতে আসার ব্যবস্থা করে দিয়েছিলেন । রূপন সরকার ১২৭২/৫-এস নম্বর পিলারের ৩০০ গজ ভেতরে ৪৮ বিজিবি ব্যাটালিয়নের সংগ্রাম বিওপির আওতাধীন একটি স্থান দিয়ে ওই তিনজনকে ভারতে তাদের নিয়ে আসচ্ছিলেন । যদিও বিজিবির টহলদারী দল কিশোরীসহ ৩ মহিলাকে আটক করতে সক্ষম হলেও রূপন সরকার পালিয়ে যায়। বিজিবি জানিয়েছে, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে । তাদের বিরুদ্ধে মামলা দারের করে গোয়াইনঘাট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন ।।