এইদিন ওয়েবডেস্ক,০২ অক্টোবর : মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইসরায়েলকে দৃঢ়ভাবে সমর্থন করেছে ভারতের সিংহভাগ হিন্দু । যেকারণে পাকিস্তান ও বাংলাদেশসহ ভারতীয় মুসলিমরা বেজায় চটেছে । তাদের ইচ্ছা যে মধ্যপ্রাচ্যের ইসলামি সন্ত্রাসবাদী সংগঠনগুলির সমর্থনে দাঁড়াক ভারতীয় হিন্দুরা । কিন্তু বিশ্ব জুড়ে ইসলামি কট্টরপন্থীদের কর্মকাণ্ডে বীতশ্রদ্ধ ভারতীয় হিন্দুরা কিছুতেই তাদের সমর্থনের জন্য এগিয়ে আসছে না ৷ এই দেখে মিথ্যার আশ্রয় নিতে শুরু করেছে পাকিস্তান ও বাংলাদেশের জিহাদিরা । ভারতীয় হিন্দুদের মনে ইসরায়েল বা ইহুদিদের বিরুদ্ধে ঘৃণার সৃষ্টি করতে তারা এবারে ইহুদিদের নামে ভূয়ো অ্যাকাউন্ট খুলে হিন্দু বিরোধী পোস্ট করতে শুরু করেছে ।
তার মধ্যে একটা টুইট নজর কেড়েছে সকলের ।Yougev Nitzan (@NitzevYog7) নামে একটা এক্স হ্যান্ডেলে ভারত ও ইসরায়েলের জাতীয় পতাকা পোস্ট করে লেখা হয়েছে, ‘আমরা ইসরায়েলিদের কিছু ময়লা গোবর স্নানের এবং প্রস্রাব পানকারীদের সমর্থনের প্রয়োজন নেই। যান আপনার গরুর পূজা করুন এবং দয়া করে আমাদের হয়ে বল তোলা বন্ধ করুন… FFS! ইসরায়েলের সাথে আপনার দেশের পতাকা লাগিয়ে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করা বন্ধ করুন ।’
এদিকে বাংলাদেশি ও পাকিস্তানি জিহাদিরা এই টুইটকে কাজে লাগিয়ে তাতে হাওয়া দেওয়ার চেষ্টা করে । বাংলাদেশের এক জিহাদি (Mixan_Solution) লিখেছে,’ঠিক বলেছেন স্যর।’ পাকিস্তানের জিহাদি হায়দার জায়দি লিখেছে,’ভালো বলেছ ।’
যদিও Yougev Nitzan নামে ওই অ্যাকাউন্টের কোনো অস্তিত্বই নেই এক্স-এ । ওই নামের প্রকৃত অ্যাকাউন্টটির হল Nitzev_Nitzan । তার প্রোফাইল ছবিও আলাদা । ওই ব্যক্তি একটা টুইট করেছেন,’ওটা আমি নই ।’ তিনি ভারতীয় জাতীয় পতাকা দিয়ে লিখেছেন,’আমি ভারতকে ভালোবাসি ।’ তিনি আরও লিখেছেন,’আমার আসল ছবি এখন ভারতীয় টুইটারে ভাইরাল(?)… টুইটার নকল অ্যাকাউন্ট এবং h**ler সহ টুইটগুলি মুছে দিয়েছে।’
তবে ইসলামি জিহাদিদের এই ঘৃণ্য প্রচেষ্টা ধরে ফেলেছে ভারতের হিন্দুরা । পূর্ণিমা নাথ নামে এক ব্যবহারকারী লিখেছেন,’@NitzevYog7 @mcfldk এই অ্যাকাউন্টগুলি মুসলমানরা ইসরায়েলি পরিচয় দিয়দ কাজ করার জন্য তৈরি করেছে। আইডি আর নেই 👇 লক্ষ্য ছিল মন্তব্য করা, ইসরায়েলিরা হিন্দুফোবিক বলে মনে করা, স্ক্রিনশট নেওয়া, অ্যাকাউন্ট বন্ধ করা এবং বছরের পর বছর ধরে স্ক্রিনশটগুলি ব্যবহার করে হিন্দুদের অপমান করা এবং নির্দিষ্ট কিছু বর্ণনা করা। তোমাদের কি কোন লজ্জা নেই?’
হ্যাপি টু সি ইউ লিখেছে,উল্লেখিত @Nitzevyog7 এবং @ArjunRa73333833 এই ধরনের কোনো অ্যাকাউন্ট নেই । এটি শুধুমাত্র জাল টুইট কারণ আমরা ডিপি এবং অন্যান্য জিনিসগুলিতে স্পষ্ট সম্পাদনা দেখতে পাচ্ছি । তাই দয়া করে কোনো ইসরায়েলিকে ঘৃণা ছড়াবেন না । এই দেখার পর ইসরায়েলি শুধু সোশ্যাল মিডিয়াতেই নয় গ্রাউন্ড লেভেলেও ভারতীয়দের সম্মান করে ।’
প্রসঙ্গত,নিজেদের প্রকৃত নাম,ধর্ম পরিচয় গোপন করে বিভিন্ন কুকর্ম করা বা নাশকতা চালানো জিহাদিদের একটা পুরনো অভ্যাস । কান্দাহার বিমান হাইজ্যাকের সময়েও ইসলামি সন্ত্রাসবাদীরা নিজেদের হিন্দু নাম রেখে নাশকতা চালায় । দিন কয়েক আগে বেঙ্গালুরুতে একটি পাকিস্তানি মুসলিম পরিবার পুলিশের হাতে ধরা পড়েছে,যারা হিন্দু নামে ভুয়া পরিচয়পত্র বানিয়ে ১০ বছর ধরে বসবাস করছিল এবং গোপনে ইসলামি কর্মকাণ্ড চালাচ্ছিল । তবে ভারত ও বাংলাদেশের এখন মূর্তিমান সমস্যা ‘লাভ জিহাদ’ । হিন্দু নাম নিয়ে হিন্দু মেয়েদের প্রেমের জালে ফাঁসিয়ে ধর্মান্তরিত, নিকাহ করতে বাধ্য করে তাদের জীবন নরক বানিয়ে দেওয়ার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে জিহাদিরা ।।