প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৭ সেপ্টেম্বর : হতশ্রী রুপ নিয়েছিল গ্রামের প্রধান পথ ।সেই পথের শ্রী ফেরানোর দাবিতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছিলেধ গ্রামবাসীরা। বহু আবেদন নিবেদনও করেছিলেন। তবুও পথের শ্রী ফেরাতে কেউ হেলদোল দেখাচ্ছিলেন না। তাতে চটে গিয়ে ক্ষুদ্ধ গ্রামবাসীরা একজোট হয়ে বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের নবস্থা ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান ,বর্ধমান ২ ব্লকের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ও পূর্ত কর্মাধ্যক্ষকে জল কাদায় ভরেথাকা রাস্তায় হাঁটানো করান। দ্রত রাস্তা সংস্কার করাহবে বলে মুচলেখাও আদায় করেন ।আর এই ঘটনার পর ২৪ ঘন্টা কাটতে না মিললো সাফল। শুক্রবার সকাল থেকে জরুরী ভিত্তিতে নবস্থা ১ গ্রাম পঞ্চায়েতের অধীন বেগুট গ্রামের বেহাল রাস্তা সংস্কারের কাজ।পুজোর আগে গ্রামের হতশ্রী পথে শ্রী ফিরছে দেখে খুশি গ্রামবাসীরা ।
নবস্থা-১ নম্বর গ্রাম পঞ্চায়েতটি মেমারি থানা এলাকার মধ্যে থাকলেও পঞ্চায়েতটি বর্ধমান-২ ব্লকের অধীনে রয়েছে।এই গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমতির বোর্ড তৃণমূলের দখলে রয়েছে। এহেন নবস্থা-১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেগুট গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরেই খারাপ। তা নিয়ে গ্রামের বাসিন্দারা বারে বারে পঞ্চায়েত থেকে বিডিও সবাইকে জানান।তবু রাস্তার হাল ফেরে না। বিগত কয়েকদিন ধরে চলা বৃষ্টিতে রাস্তাটি আরও বেহাল হয়ে পড়েছে। জল থই থই রাস্তা কদা মাখা হয়ে যাওয়ায় রাস্তা দিয়ে হেঁটে যাতায়াত করা দায় হয়ে ওঠায় ক্ষোভের পারদ চড়ে বেগুট গ্রামের বাসিন্দারা ।
ক্ষুব্ধ বেগুট গ্রামবাসীরা বৃহস্পতিবার রাস্তা সংস্কারের দাবিতে নবস্থা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে অফিসের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। গাছের গুঁড়ি ফেলে বর্ধমান -কালনা রোড দীর্ঘক্ষণ অবরোধও করে রাখেন। তাতে চাপে পড়ে গিয়ে মেমারি থানার পুলিশ ও বর্ধমান ২ নম্বর ব্লকের যুগ্ম বিডিও শিল্পা ভকত অবরোধ স্থলে পৌছালে তাদের ঘিরেও বিক্ষোভ দেখান গ্রামবাসিরা।
এমনকি দুর্দশা দোঝাতে নবস্থা ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান ,বর্ধমান ২ ব্লকের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ও পূর্ত কর্মাধ্যক্ষকে গ্রাম বাসারী জল কাদায় ভরে থাকা রাস্তায় হাঁটানোও করান । তাতেই শেষ পর্যন্ত প্রশাসন ও পঞ্চায়েত কর্তৃপক্ষের টনক নড়ে।
এর পর ২৪ ঘন্টা কাটতে না কাটতে শুক্রবার সকাল থেকেই ইট ফেলে রাস্তায় গর্ত বোঝানোর কাজ শুরু হয়ে যায়। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় খুশী স্থানীয় বাসিন্দারা। গ্রামের বাসিন্দা তুহিন হাটি,সজল দত্ত ও কল্যাণ হাজরারা বলেন, আমরা পঞ্চায়েত থেকে বিডিও সব জায়গাতেই রাস্তাটি সারাইয়ের জন্য দরবার করেছি।কিন্তু শুকনো প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মেলে নি।হচ্ছে, হবে বলে এড়িয়ে গেছেন সবাই।গ্রামবাসীদের ক্ষোভ মাত্রা ছাড়ানোয় এতদিনে প্রশাসন রাস্তা সারাইয়ের কাজ শুরু করলো ।
বর্ধমান-২ নম্বর পঞ্চায়েত সমিতিরপূর্ত কর্মাধ্যক্ষ পরেশ কাহার বলেন,’গ্রামবাসীদের দাবী বা ক্ষোভ একেবারে যুক্তি সংগত।রাস্তার সংস্কার কাজ শুরু হয়েছে।অনেক রাস্তার কাজই আটকে আছে ফাণ্ডের জন্য।“এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন, সব রাস্তারই কাজ শুরু হবে। বর্ষার পর কাজ করা হবে।’।