এইদিন ওয়েবডেস্ক, কাটোয়া,২১ নভেম্বর : ‘মিশন নির্মল বাংলা’র লাগাতার প্রচার সত্ত্বেও কোনও কাজ হয়নি । শেষে খোলা মাঠে শৌচকর্ম বন্ধ করতে প্রশাসনিকভাবে কালীপুজোর আয়োজন করা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার করুই গ্রামে । ‘মিশন নির্মল বাংলা’ অভিযানের লক্ষ্যে বিগত চারবছর ধরে জোলানকালী পুজো পুজো হয়ে আসছে করুই গ্রামে । প্রতিবছর কালীপুজোর একসপ্তাহ পার করে প্রথম শনিবার এই পুজো করা হয় । শেষ পর্যন্ত এই কালীপুজোর কারনেই বন্ধ হয়েছে খোলা মাঠে শৌচকর্ম । এদিন শনিবার ছিল জোলানকালী পুজো । পুজো উপলক্ষে মচ্ছবেরও আয়োজন করা হয়েছিল । জাতি ধর্ম নির্বিশেষে সকলে এই পুজোয় অংশগ্রহন করেন ।
করুই পঞ্চায়েত এলাকার করুই গ্রামে হাজার দশেক মানুষের বসবাস । স্থানীয় সূত্রে জানা গেছে, করুই গ্রামে ৯, ১০ এবং ১১ নম্বর সংসদ এলাকার সংযোগস্থলের কাছে রয়েছে জোলানতলা মাঠ । মৃত পশুর দেহ ফেলার পাশাপাশি রোজ সকাল হলেই করুই গ্রামের কয়েকটি পাড়ার বাসিন্দারা শৌচকর্ম সারতে জোলানতলায় ছুটতেন ।
করুই পঞ্চায়েতের সদস্য সুকেশ চট্টোপাধ্যায়ের কথায়, ‘মাঠে শৌচকর্ম বন্ধ করতে পঞ্চায়েত ও প্রশাসন থেকে বহু চেষ্টা করা হয়েছিল । ভোর হলেই বিডিও সাহেব হুইশেল বাজিয়ে মাঠে ঘুরে বেড়াতেন। তবু খোলা মাঠে শৌচকর্ম বন্ধ করা যায়নি । শেষ পর্যন্ত কালীপুজো করে উদ্দেশ্য সফল হয়েছে । বন্ধ হয়েছে উন্মুক্ত শৌচকর্ম ।’।