এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৬ সেপ্টেম্বর : প্রধান শিক্ষকের সঙ্গে দুই সহশিক্ষক এবং এক সহ শিক্ষিকারা হাতাহাতিতে শিকেয় উঠল স্কুলের পঠনপাঠন । ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার আউরিয়া উচ্চবিদ্যালয়ে । শিক্ষক শিক্ষিকাদের রনংদেহি মূর্তি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করল স্কুলের ছাত্রছাত্রীরা ।ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্কুলে । বন্ধ হয়ে যায় পঠনপাঠন । এদিকে খবর পেয়ে স্থানীয় অভিভাবকরা স্কুলে ভিড় জমায় । তাঁরা তিন শিক্ষক শিক্ষিকাকে ঘিরে ধরে মরধর করতে উদ্যত হন এবং স্কুলে তালা ঝুলিয়ে দেন ৷ খবর পেয়ে আসে পুলিশবাহিনী । শেষে পুলিশ তিন শিক্ষক শিক্ষিকাকে উদ্ধার করেন । অপরদিকে সহশিক্ষক শিক্ষিকার হাতে নিগৃহীত হয়ে অসুস্থ হয়ে পড়েন প্রধানশিক্ষক তাপস ঘোষ । তাকে কাটোয়া হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে,কাটোয়ার আউরিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস ঘোষের কয়েকজন সহশিক্ষকের মতবিরোধ আগে থেকেই ছিল । আজ প্রধানশিক্ষক স্কুলে আসার পর এক শিক্ষিকা এবং দুই সহশিক্ষক মিলে প্রথমে অকথ্য ভাষায় তাকে গালাগালি করেন । তারপর প্রধান শিক্ষকের হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে ছুটে পালান এক সহশিক্ষক । ফোন ফেরত নিতে প্রধানশিক্ষক পিছু পিছু চিৎকার করতে ছুটে যান । এনিয়ে হুলুস্থুল পড়ে যায় স্কুলে । ঘটনার পর বিবদমান শিক্ষক শিক্ষিকাদের মধ্যে চাপানউতোর শুরু হয়েছে । যদিও পুলিশ জানায় এদিন রাত পর্যন্ত নির্দিষ্ট কোনও অভিযোগ দায়ের হয়নি।।