এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০২ সেপ্টেম্বর : ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষে জড়াল বাংলাদেশের হবিগঞ্জের জেলার আজমিরীগঞ্জে দু’পক্ষের লোকজন ৷ সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছে । রবিবার (১ সেপ্টেম্বর ২০২৪) ভোরে আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে ।
জানা গেছে, জলসুখা গ্রামের ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু ও জাকির হোসেন জনির লোকজনের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। ইতিপূর্বে উভয় গোষ্ঠীর মধ্যে হামলা ও মামলা মোকদ্দমাও হয়েছে । সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে চেয়ারম্যান খেলুর পক্ষের নারীদের অবমাননাকর ভিডিও পোস্ট করা হয় । শনিবার (৩১ আগস্ট) রাতে জনির পক্ষের আশরাফুল ইসলাম ও রাদিউল ইসলামের নামে ফেসবুকে এই মানহানিকর ভিডিও পোস্ট করারা অভিযোগ উঠে।
শনিবার প্রতিপক্ষের লোকজন দুই সন্দেহভাজন যুবককে আটক করে মোবাইল পরীক্ষা করলে ভুয়া আইডির প্রমাণ পায় এবং তাদের মারধর করে। পরে প্রহৃতরা বিষয়টি তাদের গোষ্ঠীর লোকজনদের জানালে অপর পক্ষের জাকির হোসেন জনি উত্তেজিত হয়ে চেয়ারম্যান খেলুকে মারধরের হুমকি দেন। এর জের ধরে উভয়পক্ষের লোকজন রাতে বৈঠক করে পরের দিন সম্মুখ সমরে অবতীর্ণ হওয়ার জন্য এক পক্ষ অপর পক্ষকে চ্যালেঞ্জ করে । দু’পক্ষই সেই চ্যালেঞ্জ গ্রহণ করে সংঘর্ষের প্রস্তুতি শুরু করে দেয় ।
এরপর রবিবার ভোরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলার পর পুলিশ ও স্থানীয় আলেমদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষের সময় জাকির হোসেন জনির বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে প্রতিপক্ষের লোকজন। সংঘর্ষে উভয়পক্ষের শতাধিক লোকজন গুরুতর আহত হয় । তাদের হবিগঞ্জ সদর হাসপাতাল ও আজমিরীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয় ।।