এইদিন স্পোর্টস নিউজ,৩০ আগস্ট : প্যারিসে চলমান প্যারালিম্পিক ২০২৪-এ মহিলাদের ১০০ মিটার ইভেন্টে ভারতীয় অ্যাথলিট প্রীতি পাল ব্রোঞ্জ পদক জিতেছেন। এর ফলে প্রথম দিনেই ভারতের পদক সংখ্যা বেড়ে দাঁড়াল তিনে । মহিলাদের ১০০ মিটার টি ৩৫ ইভেন্টের ফাইনালে, প্রীতি পাল তৃতীয় স্থান অর্জন করেন এবং একটি ব্রোঞ্জ পদক পান। এর সাথে, তিনি প্যারালিম্পিক গেমসে ট্র্যাক ইভেন্টে পদক জিতে প্রথম ভারতীয় হয়ে ওঠেন।
প্রীতি পাল ১৪,২১ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটারে ব্রোঞ্জ পদক জিতেছেন। প্যারালিম্পিক গেমসের ১৭ তম সংস্করণে এটি ভারতের তৃতীয় পদক। চীনের ঝো জিয়া ১৩.৫৮ সেকেন্ডে লক্ষ্যে পৌঁছে স্বর্ণপদক পেয়েছেন । চীনের গুও কিয়ানকিয়ান ১৩.৭৪ সেকেন্ডে চিহ্ন স্পর্শ করে রৌপ্য পদক জিতেছেন।উত্তরপ্রদেশের প্রীতি পাল প্যারিস গেমসের জন্য যোগ্যতা অর্জনের জন্য কোবেতে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৪-এ ব্রোঞ্জ পদক জিতেছিলেন ।।