এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,৩০ আগস্ট : মমতা ব্যানার্জিকে সরাতে মানুষ জীবন দিতে প্রস্তুত, আন্দোলনকারীদের গ্রেপ্তার করে এবং আন্দোলনকারী পড়বাদের শোকজ করে উনি নিজেকে বাঁচাতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । পাশাপাশি ছাত্র সমাজের নবান্ন অভিযান চলাকালীন আন্দোলনকারীদের ওপর পুলিশের এলোপাথাড়ি লাঠিচার্জ এবং জল কামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করার ঘটনায় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নোটিশ পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) । দু’সপ্তাহের মধ্যে কলকাতা পুলিশের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করা হয়েছে ।
আজ শুক্রবার বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মমতা ব্যানার্জি প্রতিহিংসার রাজনীতি করছেন ।২০০ অধিক গ্রেপ্তার হয়েছে . একের পর এক মিথ্যা মামলা লাগানো হয়েছে, শুধু কলকাতা হাইকোর্ট নয় নিম্ন আদালত আজ মহিলাদেরও বেল দিয়েছে৷ রিমান্ডে নেওয়া হয়েছে, থানাতে জায়গা নেই অথচ যেখানে অসংখ্য লোককে রাখা হয়েছে । ৯৩ জন জুনিয়র চিকিৎসককে শোকজ করা, নবান্ন অভিযানে অংশগ্রহণকারী সংগ্রামী যৌথ মঞ্চের বিডিও অফিসের স্টাফকে বিডিও অফিস থেকে তুলে নিয়ে এসেছে । সাত দিন ১৪ দিন করে রিমান্ড নিয়েছে । ছাত্র সমাজের লোকেদের কেউ গ্রেফতার করেছে । গতকাল রাত তিনটের সময় সায়নের বাড়িতে সিজ করতে গেছে । তারা মা একা থাকেন, বাবা নেই। পুলিশের এই ধরনের সক্রিয়তা তো ১৪ তারিখের দেখা যায়নি ? শান্তনু সিনহা বিশ্বাস বারোটা এআরএস টিম তৈরি করে দিয়েছে । এভাবে কি দমিয়ে দিতে পারবেন নাকি ? লোকজন প্রস্তুত আছে। মমতা ব্যানার্জিকে সরানোর জন্য মানুষ জীবন দিতে প্রস্তুত আছে । গ্রেফতার করে কতদিন রাখবেন? এক মাস বা দেড় মাস । পুলিশের জল কামান আর কাঁদানে গ্যাসের সেল লেগে সুমিত সরকার তো ভেন্টিলেশন আছে । কি ছবি দেখাচ্ছেন আপনারা ?’
তিনি নিচু তলার পুলিশকে ম্যানেজ করার অভিযোগ ও তুলেছেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে । এই বিষয়ে শুভেন্দু অধিকারী বলেছেন,’নবান্ন অভিযানের পর আপনারা দুটো জিনিস লক্ষ্য করেছেন ৷ প্রথমত, সিভিক ভলেন্টিয়ারদের রিটায়ারমেন্ট বেনিফিট ৫ লক্ষ টাকার করা অর্ডার দিয়েছে ৷ যদিও এতে আমার আপত্তি করার কিছু নাই । দ্বিতীয়ত গত ২৮ তারিখে ৩০১ জন সাব ইন্সপেক্টরকে ইন্সপেক্টর এর পদে প্রমোশন দেওয়া হয়েছে । মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে নিয়েছেন যে তার ক্যাডার আর গুন্ডাদের দিয়ে গনরোষকে ঠেকানো যাবে না তাই তিনি পুলিশের নিচের তলাকে ম্যানেজ করতে চাইছেন। আরজি করের বোনটির বাড়িতে ১০ লক্ষ টাকা দিয়ে ম্যানেজ করতে গিয়েছিলেন ।’ তিনি বলেন, ‘মমতার এই সমস্ত কর্মকাণ্ডে পুলিশ কর্মীদের সামাজিক সম্মান নষ্ট হচ্ছে । পরিশেষে এরা ডিউটির বাইরে একজন মানুষ এদের পরিবার আছে এবং এরাও সমাজে থাকে ।’
শুভেন্দু অধিকারী বলেছেন, ‘কোন পুলিশের চোখ খারাপ হয়ে গেছে,নিচু তলার পুলিশের প্রতি আমাদের সহানুভূতি আছে। কিন্তু উল্টোদিকে অসংখ্য মানুষের ওপর মমতা ব্যানার্জি যেভাবে প্রতিহিংসা করছেন অত্যাচার করছেন এই প্রতিহিংসার রাজনীতির জবাব মানুষ একদিন দেবে । গণতন্ত্রে মানুষই শেষ কথা, বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা শেষ কথা নয় ।’
এদিন সিবিআইকে নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী । তিনি বলেন,’শুধু সিবিআই হলে আমার অনেক প্রশ্ন ছিল । তারাও যে ম্যানেজ হয় না তা নয় ।কারণ সিবিআই মমতা ব্যানার্জিকে ছেড়ে রেখেছে । এই সিবিআই ভাইপোকে ছেড়ে রেখেছে । যেহেতু এই তদন্ত আদালতের তত্ত্বাবধানে চলছে তাই আমার কিছু বলার নাই । তাই আমার সম্মান আছে তদন্তকারী দলের উপর ।’।