এইদিন স্পোর্টস নিউজ,২৫ আগস্ট : স্বাগতিক পাকিস্তান । রাওয়ালপিন্ডি মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচ । এখনো পর্যন্ত পরিস্থিতির দিকে তাকালে দেখা যায়, পাকিস্তান পিছিয়ে আছে। পাকিস্তান এই পিচে চার পেস বোলার নিয়ে খেলেছে। আর বাংলাদেশ তার পুরো সুযোগ নিয়েছে। প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৪৪৮ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে পাকিস্তান। জবাবে চমক দেখায় বাংলাদেশ। মুশফিকুর রহিম ডাবল সেঞ্চুরি মিস করলেও টেস্টে বাংলাদেশকে সুবিধাজনক জায়গায় নিয়ে গেছে । তারা শনিবার(২৪ আগস্ট) মোট 565 রান করে । আর এর ভিত্তিতে ১১৭ রানের লিড নেয় । এই শোচনীয় পরিস্থিতির মধ্যে পাকিস্তানের অধিনায়ক শান মাসুদকে বারবার মেজাজ হারাতে দেখা যায় ৷
আসলে বাংলাদেশি ব্যাটসম্যানদের সহজ ক্যাচ ফেলে দেয় পাকিস্তান। আর এ কারণে ক্ষতির মুখে পড়েছে তারা ।পঞ্চাশ পেরিয়েছেন বাংলাদেশের পাঁচ ব্যাটসম্যান। সর্বোচ্চ ১৯১ রান যোগ করেন মুশফিক। আর এখন শান মাসুদের একটি ভিডিও ভাইরাল। এই ভিডিওতে মাসুদকে ড্রেসিংরুমে প্রধান কোচ জেসন গিলেস্পির সঙ্গে তর্ক করতে দেখা যায়। সম্প্রতি পাকিস্তানের কোচের দায়িত্ব নেওয়া গিলেস্পিকে উত্তেজিতভাবে কিছু বলতে দেখা যায় মাসুদকে । আর গিলেস্পি নীরবে ক্যাপ্টেনের কথা শুনছেন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। এ নিয়ে মানুষ নানা রকম কথা বলছে।
এর আগে ৩৭ বছর বয়সী মুশফিক সাড়ে নয় ঘণ্টা ব্যাট করে মেহেদি হাসান মিরাজের সঙ্গে ১৯৬ রানের জুটি গড়েন। মেহেন্দিও ৫০ রান করেছেন । এই দুজন মিলে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ স্কোর গড়েন। এর আগে ২০১৫ সালে খুলনায় ৬ উইকেট হারিয়ে ৫৫৫ রান যোগ করেছিল দলটি। পাকিস্তানের বিপক্ষে সপ্তম উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ড গড়েন মেহেদি ও মুশফিক।
আগের রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের ওয়ারেন লিস ও রিচার্ড হ্যাডলির নামে। ১৯৭৬ সালে করাচি টেস্টে তিনি ১৮৬ রান যোগ করেন। দিনের খেলা শেষে পাকিস্তান এক উইকেট হারিয়ে ২৩ রান করেছে। মাত্র এক রান করে আউট হন স্যাম আইয়ুব। যেখানে আবদুল্লাহ শফিক ১২ রানে অপরাজিত এবং অধিনায়ক মাসুদ ৯ রানে অপরাজিত আছেন। পাকিস্তানের প্রথম ইনিংসে অসাধারণ ব্যাটিং করেছেন মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল। ১৭১ রানের অপরাজিত ইনিংস খেলেন রিজওয়ান। যেখানে শাকিল ১৪২ রানের অবদান রাখেন। এছাড়া ৫৬ রান যোগ করেন স্যাম আইয়ুব।এই ব্যাটিংয়ে ভর করে ৪৪৮ রান করে ইনিংস ঘোষণা করে দলটি। কিন্তু তাদের বোলাররা বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করতে ব্যর্থ হয়েছে এবং এখন পাকিস্তানের পক্ষে এই টেস্ট জেতা প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে।।