এইদিন ওয়েবডেস্ক, গুসকরা(পূর্ব বর্ধমান),২৪ আগস্ট : আরজি কর কাণ্ডের জেরে এখনও রাজ্য জুড়ে সাধারণ মানুষের আন্দোলন অব্যাহত। শহর থেকে প্রত্যন্ত গ্রাম, সর্বত্রই একটাই আওয়াজ ”উই ওয়ান্ট জাস্টিস।” আর আপামর মানুষের এই আন্দোলনের জেরে স্বভাবতই যেমন চাপে পড়তে হচ্ছে পুলিশ প্রশাসন থেকে রাজ্য সরকারকে, পাশাপাশি অস্বস্তিতে রাজ্যের শাসকদলও। এই পরিস্থিতিতে সামাজিক মাধ্যমেও ছড়াচ্ছে তাপ উত্তাপ।
গুসকরা শহরে এদিন শনিবার আর জি কর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে এবং নারীদের নিরাপত্তার দাবিতে রাস্তায় নেমেছিলেন কয়েকশো স্থানীয় নাগরিক। নাগরিক সমাজের পক্ষ থেকে এদিন এই বিক্ষোভ আন্দোলনের ডাক দেওয়া হয়।
এদিন শনিবার গুসকরা শহরে মিছিল করে এসে স্কুল মোড়ে জড়ো হন প্রতিবাদীরা। অধিকাংশই ছিলেন মহিলা। গৃহিণী থেকে স্কুল কলেজের ছাত্রীরা, বিভিন্ন পেশাজীবীর মানুষ নাগরিক সমাজের এই আন্দোলনে সামিল হন। হাতে মশাল নিয়ে মানবশৃঙ্খল করেন। কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে যায় বর্ধমান সিউড়ি ২ বি জাতীয় সড়ক। আর জি করে ন্যাক্কারজনক ঘটনার পরিপ্রেক্ষিতে কুশপুত্তলিকা দাহ করা হয়।
উল্লেখ্য এই আন্দোলনে একপ্রকার নেতৃত্বে ছিলেন গুসকরা শহরের অতি পরিচিত মুখ সুবীর রাণা। তিনি পেশায় ব্যবসায়ী। তবে একজন সমাজসেবী ও নাট্যশিল্পী হিসেবে পরিচিত। এলাকায় জনপ্রিয়তা রয়েছে তাঁর।আর এদিনের প্রতিবাদ মিছিল বিক্ষোভ কর্মসূচির জন্য কয়েকদিন আগে থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছিল। গুসকরা শহর এলাকার নাগরিকদের নিয়ে সেজন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি দোষীদের শাস্তির দাবিতে ধারাবাহিক আন্দোলনের শপথ নেওয়া হয়। স্বভাবতই এই খবর ছিল শাসকদলের কাছে।
এদিন সুবীর রাণা অভিযোগ তুলেছেন নাগরিক সমাজের এই আন্দোলনের জন্য সামাজিক মাধ্যমে তাঁকে সামাজিক মাধ্যমে হুমকি দিয়েছেন এক তৃণমূল কর্মী।
উল্লেখ্য, এদিনই বিকেলে ধ্রবজ্যোতি ভট্টাচার্য নামে একটি প্রোফাইল থেকে ফেসবুকে পোষ্ট করে লেখা হয়েছে,”আউশগ্রামের শান্তি নষ্টকারী কুবীর মানা , ৩৪ বছরের নারী নির্যাতন তোর কি অজানা। অপেক্ষা কর, তোর সঙ্গেও খেলা হবে।” এই ধরনের পোষ্ট দেখার পর সুবীর রাণা দাবি করেছেন,’আসলে ওই পোষ্টের মাধ্যমে আমাকে হুমকি দেওয়া হয়েছে। নাম টা ঘুরিয়ে লেখা হয়েছে।’
উল্লেখ্য, শুধুমাত্র এই হুমকি পোস্টই শুধু নয়, আউশগ্রাম এবং গুসকরা এলাকায় এদিন থেকেই তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা ফেসবুকে পোষ্ট করে লিখেছেন,”পদের লোভ নেই, ত্যাগই তাঁর জীবন। এবার হবে বদলা,মাতল রে ভূবন।” তৃণমূল কংগ্রেসের এই ধরনের পোষ্টের মধ্যেও রয়েছে প্রচ্ছন্ন হুমকি । যা নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।।