এইদিন ওয়েবডেস্ক,কর্ণাটক,২৩ আগস্ট : কর্ণাটকের একটি সরকারি হাসপাতালে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিল।নির্যাতিতা বৃদ্ধা মহিলাও চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে । ধৃত যুবককে ২৫ বছর বয়সী ইরফানে বলে চিহ্নিত করেছে পুলিশ ।
জানা গেছে,ঘটনাটি ঘটেছে কর্ণাটকের চিক্কাবাল্লাপুর জেলার একটি সরকারি হাসপাতালে। ভুক্তভোগী এক বৃদ্ধ মহিলা তার গ্রাম থেকে চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন। দেরি হয়ে যাওয়ায় তিনি বাড়ি ফিরতে না পারায় হাসপাতালেই থাকার সিদ্ধান্ত নেন। স্থানীয় পুলিশ ইন্ডিয়া টুডেকে জানিয়েছে যে বৃদ্ধা ২০ এবং ২১ আগস্টের মধ্যবর্তী রাতে হাসপাতালের প্রাঙ্গণে বিশ্রাম নিচ্ছিলেন। তিনি অক্সিজেন প্ল্যান্টের কাছে শুয়ে ছিল। তাকে একা পেয়ে অভিযুক্ত ইরফান তাকে ধর্ষণ করে বলে অভিযোগ।বৃদ্ধা মহিলার চিৎকার শুনে হাসপাতালে উপস্থিত লোকজন সেখানে পৌঁছে যায়। তখন রাত প্রায় ২টা। সেখানকার লোকজন অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেয় ।
চিক্কাবল্লাপুরের পুলিশ সুপার (এসপি) কুশল চৌকসে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন,’নির্যাতিতা বৃদ্ধা চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন। অপরাধটি হাসপাতালের ভেতরে নয়, প্রাঙ্গণে সংঘটিত হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে হেফাজতে পাঠানো হয়েছে।’ চৌকসে আরও বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি ধর্ষণের ঘটনা। ভারতীয় জাস্টিস কোডের (বিএনএস) ৬৪ ধারার অধীনে অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন। আরও তদন্ত করা হচ্ছে।
সম্প্রতি, ৯ আগস্ট, কলকাতার আরজি কর হাসপাতালের সেমিনার হলে এক মহিলা চিকিৎসকের অর্ধ-নগ্ন রক্তাক্ত দেহ পাওয়া যায়। নিহত চিকিৎসক হাসপাতালে চেস্ট মেডিসিন বিভাগে স্নাতকোত্তর শিক্ষানবিশ চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। হাসপাতালে কর্তব্যরত অবস্থায় খুন হন ওই মহিলা। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, ওই মহিলা চিকিৎসককে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে । বিভিন্ন হাসপাতালের লোকজন ও চিকিৎসকরা বিক্ষোভ করছেন। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হচ্ছে।।