এইদিন স্পোর্টস নিউজ,১৭ আগস্ট : ডোপিং কেলেঙ্কারি কারনে নিষিদ্ধ হলেন শ্রীলঙ্কার ৩২ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকওয়েলা । শ্রীলঙ্কা অ্যান্টি ডোপিং এজেন্সি ডিকওয়েলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বলে শুক্রবার জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। চলতি বছর লঙ্কা প্রিমিয়ার লিগে ডোপিংয়ের অভিযোগ ওঠে ডিকওয়েলার বিরুদ্ধে। সেটির জের ধরে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হল তাকে। বিবৃতিতে এসএলসি বলেছে, ‘ক্রীড়া মন্ত্রনালায় এবং বিশ্ব অ্যান্টি ডোপিং এজেন্সির নির্দেশনা অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে ক্রিকেট এ ধরনের কেলেঙ্কারি থেকে দূরে থাকতে পারে।’
লঙ্কান প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরে গল মারভেলসের হয়ে খেলেছেন ডিকওয়েলা। দলটির নেতৃত্বে তিনিই ছিলেন। তার নেতৃত্বে টুর্নামেন্টে ভালোই পারফর্মেন্স করেছেন গল মারভেলস। ফাইনালে উঠেছিল তারা। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে জাফনা কিংসের সামনে দাঁড়াতেই পারেনি গল মারভেলস। নয় উইকেটের বড় ব্যবধানে হেরে যায় ।
ডিকওয়েলা আন্তর্জাতিক ক্রিকেট ও জাতীয় দলে নেই এক বছরেরও বেশি সময় ধরে। সবশেষ গত বছরের মার্চে লঙ্কানদের জার্সিতে দেখা গেছে এই নিরোশান ডিকওয়েলাকে । এবারই প্রথম নিষিদ্ধ হননি ডিকভেলা। এর আগে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি ভেঙে এক বছর নির্বাসিত হয়েছিলেন তিনি। সেবার অবশ্য তার সঙ্গী ছিলেন দুজন। ২০২১ সালে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি ভাঙায় ডিকওয়েলার সঙ্গে নিষিদ্ধ হয়েছিলেন কুশল মেন্ডিস ও দানুশকা গুনাথিলাকা। এই তিনজনকে ডারহামের রাস্তায় একসঙ্গে দেখা গিয়েছিল। ওই সময় সীমিত ওভারের সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে গিয়েছিল শ্রীলঙ্কা । কিন্তু শৃঙ্খলা ভেঙে টিম হোটেল থেকে বেরিয়ে নিজেদের বিপদ ডেকে আনেন তারা।।