এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,১২ আগস্ট : হামাস নেতা ইসমাইল হানিয়াহকে হত্যার পর ক্ষুব্ধ ইরান এখন প্রকাশ্যে ঘোষণা করেছে যে তারা ইসরায়েলে হামলা করবে।যে কোনো মুহূর্তে ইসরায়েল আক্রমণ করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ইরান এখন তার নতুন মন্ত্রিসভার জন্য বেশ কয়েকজনকে মনোনীত করেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এফ-১৪ টমক্যাটের পাইলট জেনারেল আজিজ নাসিরজাদেহকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনীত করেছেন।
আজিজ ২০১৮-২০২১ সাল পর্যন্ত ইরানের বিমান বাহিনীর প্রধান ছিলেন। এই প্রথম ইরানের বিমান বাহিনীর একজন সদস্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান হলেন। ইতিমধ্যেই প্রক্সি যুদ্ধ শুরু করা ইরান হিজবুল্লাহ সন্ত্রাসবাদীদের মাধ্যমে ইসরায়েলে হামলা চালাচ্ছে। ওই সন্ত্রাসবাদী সংগঠনের মাধ্যমে ইসরাইলকে আঘাত করে সরাসরি হামলার পরিকল্পনা করছে ইরান।ইরানের বিপ্লবী গার্ডস (আইআরজিসি) জানিয়েছে, তাদের নৌবাহিনীর কাছে বিস্ফোরক ওয়ারহেড সজ্জিত নতুন ক্রুজ মিসাইল রয়েছে।।