এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৮ আগস্ট : প্রয়াত হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর । আজ বৃহস্পতিবার সকাল ৮:২০ নাগাদ কলকাতার পাম অ্যাভিনিউর নিজের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । বুদ্ধদেব ভট্টাচার্য মরনোত্তর দেহ দান করে গিয়েছিলেন । সেই কারনে আজ সারা দিন তার দেহ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য রেখে আগামীকাল শুক্রবার কোনও মেডিকেল কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ।
বিদ্রোহী কবি সুকান্ত ভট্টাচার্যের ভ্রাতুষ্পুত্র ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য । ১৯৪৪ সালের ১ মার্চ কলকাতাতে জন্মগ্রহণ করেন তিনি । দীর্ঘ ৫ দশকের বেশি সময় ধরে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য । প্রেসিডেন্সি কলেজে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেন তিনি । পরে সরকারি স্কুলের শিক্ষকতার পেশায় যোগ দেন । পাশাপাশি চলে রাজনৈতিক কর্মকাণ্ডও । কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্র থেকে প্রথম বিধায়ক নির্বাচিত হন বুদ্ধদেব ভট্টাচার্য । এরপর ১৯৮৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত টানা যাদবপুর কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। পরে ২০০১ সালে জ্যোতি বসুকে সরিয়ে তাঁকে রাজ্যের মুখ্যমন্ত্রী করা হয়েছিল । ২০১১ সালের বিধানসভার নির্বাচনে পরাজিত হয়ে কার্যত অন্তরালে চলে যান বুদ্ধদেববাবু । বিভিন্ন রোগসহ বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি । অবশেষে আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ।।