শ্যামসুন্দর ঘোষ,কালনা(পূর্ব বর্ধমান),০৭ আগস্ট : অবৈধ সম্পর্কের জেরে বউদির হাত-পা বেঁধে জীবন্ত পুড়িয়ে মারার মামলায় দেবরের যাবজ্জীবন কারাদণ্ড দিল কালনা মহকুমা আদালত । সাজাপ্রাপ্তের নাম গৌতম হাজরা । তার বাড়ি মন্তেশ্বর থানার সাহাপুর এলাকায় । মঙ্গলবার আসামিকে দোষী সব্যস্ত করা হয় । আজ বুধবার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করে কালনা অতিরিক্ত দায়রা আদালতের বিচারক অনির্বাণ রায় । পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে অতিরিক্ত ৬ মাসের কারাদণ্ড দেন বিচারক ।
আদালত সূত্রে খবর, ঘটনাটি ঘটে ২০১৪ সালের ৭ নভেম্বর । ওইদিন নিজের ঘরে ঘুমচ্ছিলেন গৌতম হাজরার বউদি চাঁপা হাজরা । সেই সময় গৌতম এবং তার স্ত্রী গোয়ালে গরু খুলে গেছে বলে চাঁপা দেবীকে ঘুম থেকে তোলে । চাঁপা দেবী বাইরে বেরিয়ে এলে তারা তাকে ধরে হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় । কালনা আদালতের সরকারি আইনজীবী সিদ্ধার্থশঙ্ককর মন্ডল জানান,এই মামলায় গৌতম হাজরা এবং তার স্ত্রীসহ মোট ৯ জন আসামি ছিল । সাক্ষ্য প্রমাণের অভাবে আটজনকে বেকসুর খালাস করে দেওয়া হয় । দোষী সাব্যস্ত করা হয় গৌতমকে ।
তিনি জানান যে গৌতম হাজরা সঙ্গে তার বৌদি চাঁপা দেবীর অবৈধ সম্পর্ক ছিল । সে সম্পর্কের কথা কোনভাবে জানতে পারে গৌতমের স্ত্রী । এরপর তারা দুজনে মিলে চাঁপা দেবীকে হত্যার পরিকল্পনা করে । তিনি বলেন, এই হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ভাবে জড়িত গৌতম হাজার এবং তার স্ত্রী । আমি চেয়েছিলাম দুজনারই সাজা হোক । মাননীয় আদালত পুলিশের তদন্তে যে তথ্য পেয়েছে তার ভিত্তিতেই শুধুমাত্র গৌতমকে সাজা দিয়েছে।।