এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৭ আগস্ট : গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর থেকে দেশজুড়ে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেই চলেছে। মঙ্গলবার পর্যন্ত এসব হামলায় কমপক্ষে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের খবরের পর সহিংসতা ছড়িয়ে পড়ে সাতক্ষীরায়। এ সময় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীর বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এছাড়াও, সাতক্ষীরা সদর ও শ্যামনগর থানায় অগ্নিসংযোগ ও লুটপাটের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।
কুমিল্লায়,জামাতের হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। অশোকতলায় প্রাক্তন কাউন্সিলর মোহম্মদ শাহ আলমের তিনতলা বাড়িতে দুষ্কৃতকারীরা আগুন ধরিয়ে দিলে ৬ জন জীবন্তদগ্ধ হয়ে মারা যায় । সোমবার রাত ও মঙ্গলবার সকালে বাড়িটি থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে রয়েছে শাওন (১২), আশিক (১৪), শাকিল (১৪), রনি (১৬), মহিন (১৭) এবং মাহফুজুর রহমান (২২) নামে পাঁচ কিশোর ও যুবক । প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার শাহ আলমের বাড়িতে জামাতের জঙ্গিরা হামলা চালায়। কিছু লোক বাড়িটির তৃতীয় তলায় উঠে যায়। এদিকে তখন বাড়িটির নিচতলায় আগুন ধরিয়ে দেওয়া হয় । পরে তিন তলায় আশ্রয় নেওয়া ওই কিশোর ও যুবকরা ধোঁয়া ও আগুনে জীবন্ত দগ্ধ হয়ে মারা যায় । এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১০ জন। আহতদের মধ্যে একজন গুরুতর আহত অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন।
এদিকে, নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সাংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাড়িতে জামাতের জঙ্গিরা জনতা আগুন ধরিয়ে দিলে চারজনের মৃত্যু হয়। মঙ্গলবার সকালে শহরের ‘জান্নাতি প্যালেস’ নামে সাংসদ সদস্যের বাড়িটির বিভিন্ন ঘর, বারান্দা এবং ছাদ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।।