এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,০৪ আগস্ট : কট্টর ইসলামি সংগঠন বাংলাদেশ জামায়াত-এ-ইসলামিকে নিষিদ্ধ ঘোষণা করেও দমাতে পারেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা । আজ রবিবারেও কোটা সংস্কার আন্দোলনের নামে দেশ জুড়ে ব্যাপক নাশকতা চালিয়েছে ওই কট্টর ইসলামি মৌলবাদী দলের ছাত্র সংগঠনের জঙ্গি ছাত্ররা । এদিন শুধুমাত্র বিকেলের মধ্যে দেশের বিভিন্নস্থানে জঙ্গি ছাত্রদের হামলায় ১৪ জন পুলিশ কর্মী প্রাণ হারিয়েছেন। আজ রবিবার (৪ আগস্ট) সন্ধ্যায় পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পুলিশ সুপার এনামুল হক সাগর এই তথ্য জানান। এছাড়া আজকের সংঘর্ষ ঘিরে দেশে তিন শতাধিক পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি । পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্তত ৮৮ জনের ।
এনামুল হক সাগর জানিয়েছেন,হামলা ও সংঘর্ষে আজ সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৩ জন এবং কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার একজনসহ এযাবৎ ১৪ জন পুলিশ কর্মী প্রাণ হারিয়েছেন ।রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহম্মদ আনিসুর রহমান সময় সংবাদকে জানান, সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছেন আন্দোলনকারীরা ।
অসহযোগ আন্দোলনের নামে কার্যত দেশ জুড়ে নাশকতা চালাতে শুরু করেছে জামাত গোষ্ঠী । তাদের উদ্দেশ্য শেখ হাসিনাকে যেনতেন প্রকারে ক্ষমতাচ্যুত করে দেশে কট্টর ইসলামি শাসন লাগু করা । আজ ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিক্ষোভ ও সমাবেশের নামে তান্ডব চালায় জামাতের জঙ্গিরা । পাল্টা কর্মসূচিতে মাঠে নামে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলো । জামাতের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষে লক্ষ্মীপুরে চারজন নিহত হয়েছে। আহত হয়েছেন প্রায় শতাধিক। রবিবার বেলা সাড়ে ১১ থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।নিহত চারজনের মধ্যে তিনজনের মৃতদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে । সদর হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে বেশির ভাগই গুলিবিদ্ধ । সংঘর্ষে গুলিবিদ্ধ অনেককেই জেলার বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে জামাত গোষ্ঠীর সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ছয়জন নিহত হয়েছেন। আজ দুপুরে মাধবদী পৌরসভাসংলগ্ন বড় মসজিদের সামনে এই ঘটনা ঘটে। নিহতরা হলে, নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার চরদীঘলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন শাহিন (৩৬), সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেনের ছোট ভাই দেলোয়ার হোসেন দেলু (৩২), জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান ভূইয়া (৪৭), আওয়ামী লীগ কর্মী কামাল মিয়া (৪৫) ও অজ্ঞাতনামা ২ জন।
স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয় জামাতের সশস্ত্র দল । অপরদিকে মাধবদী পৌরসভার সামনে এসপি ইনস্টিটিউট মাঠে অবস্থান করছিলেন আওয়ামী লীগ সশস্ত্র নেতাকর্মীরা । সেই সময় জামাতের লোকজন মহাসড়ক থেকে মাধবদী পৌর শহরে ঢোকার চেষ্টা করলে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ঝামেলা বাধে । ধাওয়া পাল্টা ধাওয়া হয় । পরে জামাত আবারও মাধবদী পৌরসভায় আগুন ধরিয়ে দেয় । সেই সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে আওয়ামী লীগ নেতাকর্মীরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। জামাতের জঙ্গিরা
মাধবদী বড় মসজিদের সামনে ইউপি চেয়ারম্যানসহ ৬ জনকে বাঁশ, লাঠি, রডসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র দিয়ে পিটিয়ে মারে । নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) একেএম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘হামলায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ ৬ জন নিহতের খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। পরে বিস্তারিত বলা যাবে।’
এদিকে আজ রবিবার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছে সরকার । তবে জঙ্গি গোষ্ঠী জামাতের পক্ষ থেকে কারফিউ প্রত্যাখ্যান করা হয়েছে ।এছাড়া সোম, মঙ্গল ও বুধবার (৫, ৬ ও ৭ আগস্ট) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে । তবে বাংলাদেশের সংবাদমাধ্যমও ন্যাক্কারজনক ভূমিকা পালন করছে । কট্টর মৌলবাদী জামাতের ছাত্রদের এত নাশককতার পরেও তাদের কার্যত স্বাধীনতা সংগ্রামীর তকমা দিচ্ছে ‘সময়’ নামে একটি সংবাদপত্রের মত বাংলাদেশের বাকি সংবাদমাধ্যমগুলি ।।