শ্যামসুন্দর ঘোষ,পূর্ব বর্ধমান,০২ আগস্ট : একদিনের বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমান জেলার ভাতার ও মন্তেশ্বরের বিস্তীর্ণ এলাকা । সড়কপথ-কৃষিজমি প্লাবিত হয়ে গেছে । বেশ কিছু কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে । কৃষি জমি জলের তলায় চলে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা । ভাতারের একাধিক জায়গায় বর্ধমান-কাটোয়া রাজ্য সড়কে জলপ্লাবিত হওয়ায় যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে । বৃহস্পতিবার রাত্রি প্রায় ১০ টা থেকে ভাতার সহ বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ।
বৃহস্পতিবার দুপুর থেকে প্রায় গোটা দক্ষিণবঙ্গ জুড়ে একটানা মুষলধার বৃষ্টিপাত শুরু হয় । আজ শুক্রবারও সকাল থেকেও বৃষ্টিপাত চলছে । এদিকে টানা বৃষ্টিপাতের জেরে মাঠ,পুকুর,নালা, ক্যানেল প্লাবিত হয়ে গেছে । মন্তেশ্বর ব্লকের পিপলন পঞ্চায়েতের খাঁন্দাড়া গ্রামের বাসিন্দা সুজিত মন্ডল বলেন,’কোনরকমে কষ্ট করে মেশিনে সেচ দিয়ে জমিতে চাষ করলাম৷ রোয়ার কাজ হয়ে গেছে, জমিতে সারও দিয়ে দিয়েছিলাম । কিন্তু এক রাতের জলে সব ডুবিয়ে দিয়েছে । জমির চারা ধান সব নষ্ট হয়ে যাবে,কারণ হচ্ছে নেয়াচ বীজ । আর যে পরিমাণ জল জমেছে সেই জল নিকাশ হতে প্রচুর সময় লাগবে । প্রচুর ক্ষতির মুখে পড়তে হবে আমাকে ।’
একই চিত্র দেখা গেছে ভাতারেও । ভাতারের বিস্তীর্ণ এলাকা এখন কার্যত জলের তলায় । ভাতার বাজারের রামকৃষ্ণ পল্লী, সুকান্ত পল্লী,রবীন্দ্রপল্লী প্রভৃতি এলাকার ঘরবাড়িতে জল ঢুকে গেছে বলে জানা গেছে । ভাতার বাজারের বেশ কিছু অংশ জুড়ে বর্ধমান- কাটোয়া রাজ্য সড়ক প্লাবিত হওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে । রবীন্দ্রপল্লী এলাকার বহু বাসিন্দা কার্যত গৃহবন্দী ৷ এদিকে ভাতার বাজার প্লাবিত হওয়ার জন্য ব্যাপক হারে কৃষি জমিতে ঘরবাড়ি নির্মানের অনুমতি এবং নিকাশি ব্যবস্থার বিষয়ে স্থানীয় পঞ্চায়েতের পরিকল্পনার অভাবকে দায়ি করছেন এলাকার বাসিন্দারা । রাজ্যে বামফ্রন্টের রাজত্বকালে একই ভাবে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ভাতার ভাতার বাজারে । তারপর কয়েক দশকে প্রচুর ঘরবাড়ি নির্মান হলেও নিকাশি ব্যবস্থা নিয়ে কোনো পরিকল্পনাই নেওয়া হয়নি বলে অভিযোগ । এদিকে প্রায় একদিন বিদ্যুৎ বিহীন হয়ে পড়ায় ভাতার বাজারসহ বিভিন্ন এলাকায় পানীয় জলের সঙ্কটের সৃষ্টি হয়েছে । কারন বিদ্যুৎ না থাকায় মোটর পাম্প চালানো যাচ্ছে না ।
পাশাপাশি জানা গেছে,পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নশরতপুর পঞ্চায়েতের গোপীনাথপুর গ্রামে নদী পাড়ে বড়সড় ধস নেমেছে বলে জানা গেছে । ফলে তীব্র আতঙ্কের মধ্যে রয়েছে নদী পাড়ের বসবাসকারী বাসিন্দারা ।।